Asaduddin Owaisi- Himanta Biswa Sarma : 'ওঁর মাথায় টিউবলাইট ভরা', হিজার-পরা প্রধানমন্ত্রী ইস্যুতে হিমন্তকে আক্রমণ ওয়েইশির

একজন হিজাব পরা মহিলা ভারতের প্রধানমন্ত্রী হবেন- এই স্বপ্ন তিনি দেখেন। মন্তব্য করেছিলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইশি। সেই মন্তব্যের সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement
'ওঁর মাথায় টিউবলাইট ভরা', হিজার-পরা প্রধানমন্ত্রী ইস্যুতে হিমন্তকে আক্রমণ ওয়েইশির হিমন্তকে আক্রমণ ওয়েইশির
হাইলাইটস
  • হিজাব পরা প্রধানমন্ত্রী দেখতে চান দেশে, মন্তব্য করেছলেন ওয়েইশি
  • তারপর থেকে তাঁর সঙ্গে বাকযুদ্ধ হিমন্তের

একজন হিজাব পরা মহিলা ভারতের প্রধানমন্ত্রী হবেন- এই স্বপ্ন তিনি দেখেন। মন্তব্য করেছিলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইশি। সেই মন্তব্যের সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তাঁকে পাল্টা দিলেন ওয়েইসি। 

ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন মহারাষ্ট্রের সোলাপুরে একটি নির্বাচনী সভায় বক্তৃতা দিয়ে গিয়ে আসাদউদ্দিন ভারতীয় সংবিধানের সৌন্দর্যকে তুলে ধরেন।  পাকিস্তানের সঙ্গে তুলনা করে ওয়েইসি বলেন, 'পাকিস্তানের সংবিধানে স্পষ্ট বলা আছে, শুধুমাত্র একটা ধর্মের ব্যক্তিই সেই দেশের প্রধান হতে পারবেন। তবে ভারতের সংবিধান অনুসারে, ভারতের যে কোনও নাগরিক মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন একদিন এমন সময় আসবে যখন একজন হিজাব পরা মেয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আসনে বসবেন।' 

এই মন্তব্যের সমালোচনা করেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর পাল্টা কটাক্ষ, 'সাংবিধানিকভাবে কোনও বাধা নেই। যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারত হিন্দুদের দেশ, হিন্দু সভ্যতার দেশ। আমরা সব সময় বিশ্বাস করি যে, এই দেশের প্রধানমন্ত্রী হিন্দুই হবেন।' 

এরপরই হিমন্তকে পাল্টা আক্রমণের পথে হাঁটেন ওয়েইসি। তিনি রবিবার নাগপুরে বলেন, 'ওই নিজেপি নেতার মাথায় টিউবলাইট আছে। তিনি তো সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন। সংবিধানে কোথায় লেখা আছে?আমাদের দেশে বাবাসাহেব আম্বেদকর সংবিধান দিয়েছেন। তিনি হিমন্ত বিশ্বশর্মার চেয়ে বেশি বুদ্ধিমান এবং শিক্ষিত ছিলেন।' 

এখানেই না থেমে তিনি আরও বনলেন, 'দুর্ভাগ্যবশত, যাঁরা সংবিধানের সৌন্দর্য বোঝেন না, তাঁরাও আদ আইন প্রণেতা। দেশটি কেবল একটি সম্প্রদায়ের নয়। এই দেশ হল তাদেরও যাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন না। অসমের মুখ্যমন্ত্রীর মানসিকতা খুব সংকীর্ণ।' 

এদিকে আসাদউদ্দিনের এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আসাদউদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি পরে দেশের কথা ভাববেন। আগে নিজের দলের প্রধান কোনও মহিলাকে প্রধান  করে দেখান।' 

POST A COMMENT
Advertisement