আধারের বিবরণ (Aadhaar Details) দিতে না পারার জন্য টিকা (COVID Vaccine) নিতে সমর্থ হচ্ছে না দেশের অনেক নাগরিকই। এই যুক্তিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতে, কেন্দ্র সরকার সোমবার সুপ্রিম কোর্টকে, COVID টিকা দেওয়ার জন্য CoWIN পোর্টালে আধার কার্ড-এর নম্বর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না করার প্রস্তাব দেয়।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সূর্য কান্তের বেঞ্চকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানায়, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ নয়টি পরিচয় নথির মধ্যে যে কোনও একটি দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
শীর্ষ আদালত ১ অক্টোবর, ২০২১-এ জনস্বার্থ মামলার ভিত্তিতে CoWin-এর জন্য আধার কার্ড বাধ্যতামূলক বলে কেন্দ্রকে এই নোটিশ জারি করেছিল।
"আদালতের ১ অক্টোবর, ২০২১-এর এই আদেশ অনুসারে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি হলফনামা দাখিল করেছে, যাতে রেকর্ড করা হয়েছে CoWIN পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় এবং নয়টি পরিচয় নথির মধ্যে যাতে এটি উপস্থাপন করা যেতে পারে... হলফনামায় এটিও লিপিবদ্ধ করা হয়েছে। কারণ কিছু কেটে অন্যান্য শ্রেণীর ব্যক্তিদের কাছে আধার পরিচয়পত্র নাও থাকতে পারে।যেমন কারাগারের বন্দি, মানসিক হাসপাতালে বন্দি ইত্যাদি,” বলে জানিয়েছে বেঞ্চ।
আরও পড়ুন, Jio Free Service: দু'দিন একদম ফ্রি-তে পরিষেবা দিচ্ছে Jio! আপনি পাবেন?
অন্যদিকে, ইউনিয়ন কাউন্সিল একটি রিপোর্ট জমা দিয়েছে, যাতে পরিচয়পত্র ছাড়া প্রায় ৮৭ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে। এক আবেদনকারীর অভিযোগ যে আধার কার্ড তৈরি না করার জন্য তাঁকে টিকা দিতে অস্বীকার করা হয়, তাও হলফনামায় জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রক প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে মহারাষ্ট্রের ওই সংশ্লিষ্ট বেসরকারি টিকা কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা বৈধ পাসপোর্ট আইডি তৈরি করা সত্ত্বেও আবেদনকারীকে টিকা দিতে অস্বীকার করেছে। আবেদনকারীর অভিযোগ যথাযথভাবে পূরণ করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।