scorecardresearch
 

Nitin Gadkari Aajtak G20 Summit: দাগি নেতাদের BJP-তে যোগ? নিতিনের ব্যাখ্যা,'পরিবেশবান্ধব সাবান আছে আমাদের'

দাগি নেতাদের কেন নিচ্ছে বিজেপি, এনিয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী। জানতে চাওয়া হয়,দাগি নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর কি বিজেপির ওয়াশিং মেশিনে সাফসুতরো হয়ে ওঠেন?

Advertisement
নিতিন গডকড়ি। নিতিন গডকড়ি।
হাইলাইটস
  • দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতির অভিযোগ ওড়ালেন নিতিন।
  • বিজেপিতে দাগি নেতাদের অন্তর্ভুক্তি নিয়েও মুখ খুললেন।

দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে  সিএজি রিপোর্টে যে দুর্নীতির অভিযোগ উঠেছে শনিবার 'আজ তক-এর G20 শীর্ষ সম্মেলনে তার জবাব দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। বিরোধী দলের নেতাদের চ্যালেঞ্জ করে তিনি বলেন,'দুর্নীতি প্রমাণিত হলে যে কোনও শাস্তি মাথা পেতে নিতে রাজি।' তিনি যোগ করেন,
'ভারত আজ দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক শক্তি যা গোটা বিশ্বও দেখছে।'

দাগি নেতাদের কেন নিচ্ছে বিজেপি, এনিয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী। জানতে চাওয়া হয়,দাগি নেতারা বিজেপিতে যোগ দেওয়ার পর কি বিজেপির ওয়াশিং মেশিনে সাফসুতরো হয়ে ওঠেন? তিনি হেসে উত্তর দেন,'আমাদের পরিবেশবান্ধব সাবান আছে। দেখুন রাজনীতিতে মানুষ আসে আর যায়। নানা কথা চলতেই থাকে। আপনি জনতা পার্টিকে দেখুন, ৪৭-এর পরে দেখুন। এই সব চলতেই থাকে। রাজনীতি হল সীমাবদ্ধতা এবং দ্বন্দ্বের খেলা। আর নির্বাচনে জেতার রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।  যিনি জিতবেন তিনি হলেন আলেকজান্ডার। কখনও কখনও জোটে শরিক নিতে হয়,লোকজন আসে। আমরাও আমাদের শক্তি বাড়াতে চাই।'

দেশে বৈদ্যুতিক গাড়ি চালু নিয়ে গডকড়ি বলেন,'নির্বাচন দেখে কাজ করি না। রাস্তা তৈরি হলে মানুষ নিজেরাই প্রচার করে। ইলেকট্রিক বাস, ইলেকট্রিক কার, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক মার্সিডিজও চালু হয়েছে। আপনি যদি পেট্রোল এবং ডিজেল গাড়িতে মাসে ২৮ বা ৩০ হাজার টাকা খরচ করেন, তাহলে বৈদ্যুতিক গাড়িতে ২ হাজার টাকা খরচ পড়বে। এভাবে আপনি মাসে ২৮ হাজার টাকা সাশ্রয় করবেন।' দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,'এই হাইওয়ে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শুরু হবে।'

খড় পোড়ানো ও দূষণের সমস্যা থেকে মুক্তি মিলবে দিল্লিতে?গডকড়ি বলেন,'এই সমস্যারও শীঘ্রই সমাধান হয়ে যাবে। ইন্ডিয়ান অয়েল পানিপথে একটি কারখানা তৈরি করেছে। সেখানে খড় থেকে এক লাখ লিটার ইথানল তৈরি করা হয়। আগে ১৫০ টন বায়ো-ভিটামিন তৈরি করা হত। এখন তারা বায়ো-এভিয়েশন ফুয়েল তৈরি করছে যা বিমানে ব্যবহৃত হয়। এখন পারালি থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং ইউপিতে ১৩৫টি কারখানা তৈরি করা হচ্ছে। পারালিতে সিএনজি থেকে পিএনজি তৈরি করা হচ্ছে। আমরা দিল্লিতে ৩০ লক্ষ টন আবর্জনা কমিয়েছি। যা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়েছে। দিল্লির আবর্জনাও কমিয়ে দিয়েছি।'

Advertisement

দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুর্নীতির অভিযোগ করে রাহুল গান্ধীর মন্তব্যের জবাব দিয়েছেন  গড়কড়ি। তিনি বলেন,'এটা খুবই হাস্যকর অভিযোগ। সম্পূর্ণ ভুল। অপরিপক্কতার লক্ষণ। আমি জানি বিরোধী দলে থাকতে হলে বিরোধিতা করতে হয়, বিরোধিতার কথা বলতে হয়।'

Advertisement