'BLO-দের ভয় দেখানো নয়', TMC-কে সতর্ক করল EC, পাল্টা অভিষেকের

বুধবার ঘণ্টা দুয়েকের বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের সমস্ত আশঙ্কা এবং অভিযোগ ধরে ধরে খণ্ডন করেছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পর এসআইআর সংক্রান্ত দাবি এবং আপত্তি জমা দিতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা তাঁদের দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিশনের আধিকারিকরা। তত দিন পর্যন্ত বিএলও, ইআরও এবং ডিইওদের কাজে যাতে শাসক দল হস্তক্ষেপ না করে তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।

Advertisement
'BLO-দের ভয় দেখানো নয়', TMC-কে সতর্ক করল EC, পাল্টা অভিষেকের  নির্বাচন কমিশন বনাম অভিষেক
হাইলাইটস
  • নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের বৈঠক।
  • বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে বলল কমিশন।

এসআইআর সংক্রান্ত বিবিধ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে গিয়ে শুনতে হল, বিএলওদের উপর শাসক দলের চাপ দেওয়ার প্রসঙ্গ। নির্বাচন কমিশন সূত্রের এমনটাই খবর। তৃণমূলকে নির্বাচন কমিশন সতর্ক করে সাফ জানিয়েছে, বিএলওদের উপর প্রভাব খাটানো যাবে না। কোনওরকম চাপ ছাড়াই মৃত, স্থানান্তরিত এবং একই ভোটারের একাধিক জায়গায় থাকা নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন 'বাছাই করে তথ্য' ফাঁস করছে বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূলের ৫টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময়ও বেঁধে দিয়েছেন। 

বুধবার ঘণ্টা দুয়েকের বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের সমস্ত আশঙ্কা এবং অভিযোগ ধরে ধরে খণ্ডন করেছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পর এসআইআর সংক্রান্ত দাবি এবং আপত্তি জমা দিতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা তাঁদের দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিশনের আধিকারিকরা। তত দিন পর্যন্ত বিএলও, ইআরও এবং ডিইওদের কাজে যাতে শাসক দল হস্তক্ষেপ না করে তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও উল্লেখ করেছে কমিশন। সেই অফিসকে আরও নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কলকাতা পুলিশকে বলা হয়েছে, বর্তমান এবং ভবিষ্যতের অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএলও-দের চাপ বা ভয় দেখানোর বিষয়টি দেখার জন্য পশ্চিমবঙ্গের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠিও পাঠানো হয়েছে।

কমিশনের বক্তব্যের পরই এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'ইচ্ছাকৃতভাবে বাছাই করা অংশ ফাঁস করে নির্বাচন কমিশন বোঝানোর চেষ্টা করছে, তৃণমূলের তোলা প্রশ্নগুলি ধরে ধরে তারা জবাব দিয়েছে। এগুলি শুধু বিভ্রান্তিকরই নয়, একেবারে মিথ্যা'।

অভিষেক যোগ করেছেন,'কোনও কিছু গোপন করার না থাকলে বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক নির্বাচন কমিশন। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ৫টা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয়েক ঘণ্টা যথেষ্ট নয়। আপনারা যতদিন ইচ্ছে নিতে পারেন। আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে, যা দেখিয়ে দেবে, আপনারা কীভাবে তথ্যের কাটাছেঁড়া করছেন'।

Advertisement

তৃণমূলের দেওয়া ৫ প্রশ্নের জবাব চেয়ে নির্বাচন কমিশনকে সময়ও দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন,'আমি আপনার হতাশা বুঝতে পারছি MR. SIR। কিন্তু সত্যি নতি স্বীকার করে না। গল্প বানানোর ক্ষমতা থাকলে সহজ ৫টা প্রশ্নের উত্তরও দিতে পারবেন। আপনার সময় শুরু'।

POST A COMMENT
Advertisement