Rujira Banerjee : COVID-এর কারণে রুজিরা হাজিরা দেননি, অথচ যাচ্ছেন বিউটি পার্লার! ED সূত্র

Rujira Banerjee: সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। ২৮ অগাস্ট কলকাতা ফেরার আগে তিনি সেখানেই ছিলেন।

Advertisement
COVID-এর কারণে রুজিরা হাজিরা দেননি, অথচ যাচ্ছেন বিউটি পার্লার! ED সূত্রঅভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় 'ইচ্ছাকৃত ভাবে' এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সামনে হাজিরা এড়িয়েছেন
  • এমনই অভিযোগ উঠেছে
  • তাঁকে ৩১ অগাস্ট দিল্লিতে ডাকা হয়েছিল

Rujira Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) 'ইচ্ছাকৃত ভাবে' এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি বা ED)-র সামনে হাজিরা এড়িয়েছেন। তাঁকে ৩১ অগাস্ট দিল্লিতে ডাকা হয়েছিল। কয়লাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি আদালতে বিচারাধীন বলে অভিষেক এবং রুজিরার আইনজীবী অঙ্গদ মেহতা কোনও মন্তব্য করতে চাননি।

কাছাকাছি সময় দিল্লিতে
অভিযোগ উঠেছে, তিনি (Rujira Banerjee) ওর কাছাকাছি সময়ে দিল্লি গিয়েছিলেন। মানে ইডি যে সময় তাঁকে দিল্লি তলব করেছিল। তবে তিনি ইডি-র কাছে হাজিরা দেননি। বলেছিলেন, 'করোনা সংক্রমণের সময় একা দিল্লি যাতায়াত তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর এবং তাঁর সন্তানদের সমস্যা হতে পারে।'

সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। ২৮ অগাস্ট কলকাতা ফেরার আগে তিনি সেখানেই ছিলেন।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, দিল্লিতে থাকার সময় তিনি (Rujira Banerjee) বিউটি পার্লার গিয়েছিলেন। এর পাশাপাশি দিল্লির কাছাকাছি পাহাড়ি এলাকায়ও গিয়েছিলেন তিনি।

দু'সপ্তাহ আগে জানানো হয়েছিল
এক সূত্রে জানাচ্ছে, তাঁকে হাজিরা দেওয়ার ব্য়াপারে দু'সপ্তাহ আগে জানানো হয়েছিল। তিনি (Rujira Banerjee) ওই সময়ে মানে হাজিরা দিতে বলা হয়েছিল যে সময়ে তখন দিল্লি গিয়েছিলেন। এবং জনবহুল জায়গা যেমন বিউটি পার্লার এবং ঘোরার জায়গায় গিয়েছিলেন।

আরও জানা যাচ্ছে, হাজিরা দেওয়ার ৩ দিন আগে তিনি কলকাতা ফিরে যান। এবং করোনা সংক্রমণের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তার মানে তিনি করোনা সংক্রমণকে বাহানা হিসেবে দাঁড় করিয়েছেন। হাজিরা এড়াতে তিনি অসত্য বলেছেন।

আদালতে ইডি
এই ঘটনাগুলি জানার পর ইডি দিল্লির পাতিয়ালা হাইজ কোর্টের দ্বারস্থ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে
তদন্তকারী সংস্থা ইডি সূত্রে আরও খবর, তাঁর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংস্থার কাছে অন্যায় উপায়ে টাকা পোঁছেছে। তাদের অনুমান, ওই অর্থের সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে। বিদেশে তাঁর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। একটি থাইল্যান্ড এবং অন্য একটি লন্ডনে। সেখানে টাকা ঢুকেছে বলে খবর।

Advertisement

অভিষেককে জেরা
তাঁর স্বামী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কেও কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সূত্রেই দিন কয়েক আগে তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়েছিল।

অভিষেক-রুজিরার আইনজীবীর বক্তব্য
এ ব্য়াপারে অভিষেক বন্দ্যেপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অঙ্গদ মেহতা জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এ ব্য়াপারে কোনও মন্তব্য নয়।

 

POST A COMMENT
Advertisement