দিল্লির নিজামুদ্দিন দরগায় পার্কিং নিয়ে বচসার জেরে খুন হলেন অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ নিজামুদ্দিনের জংপুরা ভোগাল লেনে। পুলিশ সূত্রে খবর, আসিফ কুরেশির সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে ২ ব্যক্তির বচসা হয়েছিল। বাড়ির সামনে কেন বাইক পার্ক করেছে অভিযুক্তরা, তা নিয়ে আসিফ প্রশ্ন করায় তাঁর উপর হামলা করার অভিযোগ ওঠে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশের জালে ঘটনার ২ অভিযুক্ত।
সামান্য একটি বচসার কারণে ওই ২ অভিযুক্ত ব্যক্তি নৃশংস ভাবে আসিফের উপর হামলা করে বলে অভিযোগ তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যদের। আসিফের স্ত্রী শায়নাজ কুরেশি পুলিশকে আরও জানিয়েছেন, এই পার্কিংয়ের ইস্যু নিয়ে এর আগেও আসিফের সঙ্গে ওই ২ ব্যক্তির বচসা হয়েছিল। তাঁদের বাড়ির সামনে একাধিকবার বাইক পার্ক করতেন ওই ২ ব্যক্তি। আপত্তি জানিয়েছিলেন তাঁরা। তবে লাভ হয়নি। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফিরে একই ভাবে বাইক দাঁড় করানো দেখে অভিযুক্তদের তা সরিয়ে নিতে বলেন আসিফ। তবে বাইক সরানোর বদলে আসিফের সঙ্গে বচসা জুড়ে দেয় তারা। স্ত্রীর অভিযোগ, অকথ্য ভাষায় প্রথমে গালিগালাজ চলে। এবার ধারাল অস্ত্র নিয়ে আঘাত করা হয় আসিফকে।
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত এই মর্মে বলি অভিনেত্রী হুমার কোনও প্রতিক্রিয়া মেলেনি।