Gautam Adani: আমেরিকার তোলা দুর্নীতির অভিযোগের জবাব দিলেন গৌতম আদানি, কী বললেন?

Gautam Adani: শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন গৌতম আদানি। সেদেসের বিচার বিভাগ (DOJ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এদিন সেই প্রেক্ষিতে আদানি গ্রুপের চেয়ারম্যান বলেন, তাঁর কোম্পানি সমস্ত নিয়ম-নীতি মেনে চলে। প্রতিটি আক্রমণ তাঁদের আরও দৃঢ় করে তোলে।

Advertisement
আমেরিকার তোলা দুর্নীতির অভিযোগের জবাব দিলেন গৌতম আদানি, কী বললেন?

Gautam Adani: শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন গৌতম আদানি। সেদেসের বিচার বিভাগ (DOJ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এদিন সেই প্রেক্ষিতে আদানি গ্রুপের চেয়ারম্যান বলেন, তাঁর কোম্পানি সমস্ত নিয়ম-নীতি মেনে চলে। প্রতিটি আক্রমণ তাঁদের আরও দৃঢ় করে তোলে।

গৌতম আদানি শনিবার জয়পুরে এক রত্ন ও গয়না সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়েই একথা বলেন। তিনি বলেন, 'আপনারা অনেকেই জানেন, প্রায় দুই সপ্তাহ আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আদানি গ্রীন এনার্জির কমপ্লায়েন্স পদ্ধতি নিয়ে কিছু অভিযোগের সম্মুখীন হয়েছিলাম। এই প্রথমবারই যে আমরা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তেমনটা নয়। আমি শুধু এটুকুই বলতে পারি, প্রতিটি আক্রমণই আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধাই আমাদের ভিতকে আরও দৃঢ় করে।'

কী অভিযোগ উঠেছে গৌতম আদানি ও তাঁর কোম্পানির বিরুদ্ধে?

মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রীন এনার্জির (AGEL) মুখ্য আধিকারিক বিনীত জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়েছে, সিকিউরিটিজ জালিয়াতি, ওয়্যার ফ্রড এবং SEC নিয়ম লঙ্ঘনের মাধ্যমে ভুল তথ্য ও মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে, কোম্পানির দুর্নীতি বিরোধী নীতির ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠেছে।

আদানি গ্রুপ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং আইনি পথে এর মোকাবিলা করবে বলে জানিয়েছে।
'বাস্তব এটাই যে, অনেক পক্ষপাতদুষ্ট রিপোর্টিংয়ের মধ্যেও আদানির পক্ষ থেকে কেউই কোনও আইন লঙ্ঘন বা বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য অভিযুক্ত হননি। আজকাল জগতটা এমনই যে নেগেটিভিটিই সত্যের চেয়ে দ্রুত ছড়ায়,' বলেন গৌতম আদানি।

গৌতম আদানির বক্তব্য

গৌতম আদানি বলেন, 'আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছি। নিয়ম মেনে চলার প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।' তিনি আরও বলেন, 'যত বড় স্বপ্ন দেখবেন, এই পৃথিবী তত বেশি করে আপনাকে ঘেঁটে দেখবে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আপনাকে মনে সাহস এনে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।'

Advertisement

অভিযোগ

মার্কিন প্রসিকিউটররা দাবি করেছেন, গৌতম আদানি, সাগর আদানি এবং ছয়জন অন্য ব্যক্তি ২০২১-২৩ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সোলার পাওয়ার চুক্তি লাভের জন্য ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছেন।

এছাড়া, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড় এবং জম্মু-কাশ্মীরেও ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই চুক্তিগুলোর মাধ্যমে ২০ বছরে ২ বিলিয়ন মার্কিন ডলারের মুনাফা অর্জনের পরিকল্পনা ছিল।

মার্কিন বিচার বিভাগ ও SEC সাগর আদানি এবং গৌতম আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ ফ্রড, ষড়যন্ত্র এবং ওয়্যার ফ্রডের অভিযোগ এনেছে। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে এবং এই পরোয়ানা আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপি জানিয়েছে, মার্কিন অভিযোগে যেসব রাজ্যের নাম উঠে এসেছে, সেগুলো অধিকাংশই বিরোধী দল পরিচালিত।
'আইন তার নিজস্ব পথে চলবে। কোম্পানি নিজেই এর প্রতিক্রিয়া দেবে,' বিজেপি এক বিবৃতিতে জানিয়েছে।

POST A COMMENT
Advertisement