Cough Syrup Deaths: মধ্যপ্রদেশে কাফ সিরাপ খেয়ে ১০ শিশু মৃত্যুর জেরে গ্রেফতার চিকিৎসক, ব্যান হল ওষুধ

কাফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যুর জের। মধ্যপ্রদেশের ছিন্দাওয়ারা জেলা প্রশাসন গ্রেফতার করল ডাঃ প্রবীণ সোনিকে। ইনিই সেই চিকিৎসক, যিনি বিষাক্ত কাফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন বলে অভিযোগ। সেই কাফ সিরাপ খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশুরা।

Advertisement
মধ্যপ্রদেশে কাফ সিরাপ খেয়ে ১০ শিশু মৃত্যুর জেরে গ্রেফতার চিকিৎসক, ব্যান হল ওষুধ
হাইলাইটস
  • প্রশাসন গ্রেফতার করল ডাঃ প্রবীণ সোনিকে
  • ইনিই সেই চিকিৎসক, যিনি বিষাক্ত কাফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন বলে অভিযোগ
  • সেই কাফ সিরাপ খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশুরা

কাফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যুর জের। মধ্যপ্রদেশের ছিন্দাওয়ারা জেলা প্রশাসন গ্রেফতার করল ডাঃ প্রবীণ সোনিকে। ইনিই সেই চিকিৎসক, যিনি বিষাক্ত কাফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন বলে অভিযোগ। সেই কাফ সিরাপ খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশুরা।

আগেই হয় FIR

শনিবারই FIR করা হয় ডাঃ সোনি এবং ওষুধপ্রস্তুতকারী সংস্থা শ্রীসান ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে (এই সংস্থাই কোল্ডরিফ সিরাপ বানায়)। এদের বিরুদ্ধে সেকশন ২৭ (এ)  ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট এবং সেকশন ১০৫ ও ২৭৬ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করে পুলিশ। পারাসিয়া কমিউনিটি হেলথ সেন্টারের ব্লক মেডিক্যাল অফিসার অঙ্কিত সাহলামের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।

আপাতত তদন্তে কী উঠে এসেছে? 
শিশুর মৃত্যুর পর থেকেই এই নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। তারা জানতে পারেন যে, এই কোল্ডরিফ কাফ সিরাপটি প্রেসক্রাইব করেন ডাঃ সোনি। আর এই সিরাপে ৪৮.৬ শতাংশ ডাইথিলাইন গ্লাইকল মেশানো ছিল। এটি একটি টক্সিক কেমিক্যাল (বিষাক্ত রাসায়নিক)। এটির জন্য হতে পারে কিডনি ফেলিয়র। এমনকী মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়তেও পারেন।

সূত্রের খবর, এই ঘটনার পর কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব একটি ভিডিয়ো কনফারেন্স করেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব স্বাস্থ্য, স্বাস্থ্য সচিব এবং ড্রাগ কন্ট্রোলারের সঙ্গে। তিনি এই বৈঠকে কাফ সিরাপের যথাযথ ব্যবহারের উপর জোর দেন। পাশাপাশি কাফ সিরাপের মান যাতে ঠিক থাকে, সেটাও নিশ্চিত করতে বলেন। 

ব্যান করা হয়েছে কোল্ডরিফ
শিশু মৃত্যুর জন্য কোল্ডরিফ সিরাপকে ব্যান করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এখন থেকে আর সেই রাজ্যে মিলবে না এই ওষুধ। 

আসলে পরীক্ষার পর এই সিরাপে একটি ক্ষতিকর কেমিক্যালের উপস্থিত মেলে। আর সেটাই শিশু মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করছে প্রশাসন। 

তামিলনাড়ুর সংস্থা তৈরি করে
এই ওষুধটি তৈরি করে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার শ্রীসান ফার্মাসিউটিক্যালস। আর এই সংস্থার তৈরি কাফ সিরাপকেই 'নন স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিফেক্টিভ' বলে চিহ্নিত করেছে করেছিল তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট। আর এই রিপোর্ট বেরিয়েছিল অক্টোবর ২ তে। তারপরও এই সংস্থার ওষুধ ব্যবহার হয়েছে বলে অভিযোগ।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই কাফ সিরাপে এমন একটি উপাদান মেশানো রয়েছে, যেটি মানুষের শরীরে জন্য ক্ষতিকর। তাই সরকারের পক্ষ থেকে কোল্ড রিফ কাফ সিরাপ বিক্রি এবং ব্যবহার এই মুহূর্তেই বন্ধ করতে বলা হয়েছে। আর ইতিমধ্যেই যেগুলি স্টকে রয়েছে, সেগুলিও আগামী নোটিস পর্যন্ত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। 


 

POST A COMMENT
Advertisement