Delhi Elections BJP Win: দিল্লি বিধানসভা নির্বাচনে দুর্দান্ত জয়। এবার বিজেপির নজর বিহারে। আগামী অক্টোবর-নভেম্বরে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA) ২৪৩ আসনের বিধানসভায় ২২৫-এর বেশি আসন জয়ের লক্ষ্য স্থির করেছে।
বিজেপির প্রবীণ বিধায়ক ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তরকিশোর প্রসাদ বলছেন, NDA-ই ফের ক্ষমতায় আসবে।
তিনি বলেন, '২০০৫ সাল থেকে বিহারে NDA সরকার কার্যকরভাবে কাজ করছে। ২০২৫ সালে আমরা আবার ক্ষমতায় ফিরে বিহারের উন্নয়ন চালিয়ে যাব।'
কেন্দ্রীয় মন্ত্রী ও NDA-র অন্যতম শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)-র নেতা জিতন রাম মাঞ্জি দিল্লি নির্বাচনের ফলকে বিহারের নির্বাচনের আগাম ইঙ্গিত বলে দাবি করেছেন।
মাঞ্জি টুইট করে লেখেন, 'দিল্লি তো ঝাঁকি হ্যায়, বিহার অভি বাকি হ্যায়… জয় NDA।' (দিল্লি শুধু এক ঝলক, বিহার এখনও বাকি। জয় NDA)।
RJD-র পাল্টা দাবি, দিল্লির ফলের প্রভাব বিহারে পড়বে না
বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়েছে আরজেডি। দলের মুখপাত্র মৃদুলঞ্জয় তিওয়ারি জানিয়েছেন, দিল্লির ফল বিহারের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, 'বিহারের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। ঝাড়খণ্ডের ফল এখানে প্রভাব ফেলবে। দিল্লির নির্বাচন বিহারের ভোটারদের সিদ্ধান্ত বদলাবে না।'
NDA-তে ফিরে এসেছেন নীতীশ, কতটা লাভ হবে বিজেপির?
সংসদ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধী জোট ছেড়ে NDA-তে যোগ দেন। তারপরই বিজেপি-জেডিইউ জোট বিহারের ৪০টির মধ্যে ৩০টি লোকসভা আসনে জয় পায়।
বিজেপি নেতৃত্ব মনে করছে, নীতীশ কুমারের NDA-তে ফেরা এবং দিল্লি নির্বাচনের ফল বিহারে তাদের অবস্থান আরও মজবুত করবে।
বাজেটের প্রভাব, কতটা কাজে লাগবে NDA?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে বিহারের জন্য নানা প্রকল্প ঘোষণা করা হয়েছে। তবে এই 'বাজেট বোনাস' NDA-কে কতটা এগিয়ে দেবে, তা বিহারের আসন্ন নির্বাচনে স্পষ্ট হবে।