Cash Recovery Howrah: এবার হাওড়ায় ৩ বিধায়কের কাছে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

জানা গিয়েছে, ঝাড়খণ্ডগামী গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচলা-রানিহাটি মোড়ে গাড়িটি আটকানো হয়। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে।

Advertisement
এবার হাওড়ায় ৩ বিধায়কের কাছে উদ্ধার লক্ষ লক্ষ টাকা কংগ্রেসের ৩ বিধায়কের কাছ থেকে উদ্ধার টাকা।
হাইলাইটস
  • ঝাড়খণ্ডগামী গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
  • গোপন সূত্রে খবর পেয়ে পাঁচলা-রানিহাটি মোড়ে গাড়িটি আটকানো হয়।

বাংলায় অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মন্ত্রিত্ব খুঁইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিরোধী আক্রমণের নিশানায় শাসক দল। এবার হাওড়ায় উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। ঠিক কত টাকা তা এখনও স্পষ্ট হয়নি। তবে এই টাকা রাজ্যের শাসক দলের নয়। বরং পড়শি রাজ্যের ৩ বিধায়কের বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডগামী গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচলা-রানিহাটি মোড়ে গাড়িটি আটকানো হয়। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা।কত টাকা তা এখনও স্পষ্ট নয়। টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। 

আটক তিন বিধায়ক হলেন রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি। এই তথ্য দিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি দক্ষিণ প্রতীক্ষা ঝাখরিয়া।

আরও পড়ুন- টালিগঞ্জের বৈভবে অর্পিতা, মাকে রেখেছিলেন বেলঘরিয়ার ভাঙা বাড়িতে!

POST A COMMENT
Advertisement