scorecardresearch
 

Agenda Aaj Tak 2023: লোকসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? যা বলছেন অনুরাগ ঠাকুর

Loksabha Elections 2024: লোকসভার লড়াইয়ে কত আসনে পদ্মফুল ফোটাতে পারবেন মোদী-শাহেরা? বৃহস্পতিবার Agenda Aaj Tak-এর মঞ্চে সেই নিয়ে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মোদী ম্যাজিকে ভরসা করেই যে দেশবাসী রায় দেবেন, সে ব্যাপারে আশাবাদী বিজেপির অনুরাগ। 

Advertisement
অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর।
হাইলাইটস
  • তিন রাজ্যে ক্ষমতা দখলের পর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই 'আত্মবিশ্বাসী' পদ্ম শিবির।
  • 'মোদীর গ্যারান্টি' প্রসঙ্গে এ দিন মুখ খুলেছেন অনুরাগ।
  • কংগ্রেসকে আক্রমণ করেছেন অনুরাগ

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনালের লড়াইয়ে সফল হয়েছে বিজেপি। এখন লক্ষ্য ফাইনাল ম্যাচ। তিন রাজ্যে ক্ষমতা দখলের পর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই 'আত্মবিশ্বাসী' পদ্ম শিবির। লোকসভার লড়াইয়ে কত আসনে পদ্মফুল ফোটাতে পারবেন মোদী-শাহেরা? বৃহস্পতিবার Agenda Aaj Tak-এর মঞ্চে সেই নিয়ে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মোদী ম্যাজিকে ভরসা করেই যে দেশবাসী রায় দেবেন, সে ব্যাপারে আশাবাদী বিজেপির অনুরাগ। 

এই প্রসঙ্গে অনুরাগ বলেছেন, 'আমি কেবল একটা গ্যারান্টিই দিতে পারি। সেটা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষের আশীর্বাদ রয়েছে। আর মানুষের আশীর্বাদ থাকলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে।' ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের শত চেষ্টা সত্ত্বেও ৩০০টিরও বেশি আসনে জিতে নজির তৈরি করেছিল বিজেপি। দেশে মসনদ থেকে মোদী বাহিনীকে হঠাতে এ বার এক জোট হয়েছে বিরোধীরা। তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'। ২০২৪ সালের লড়াইয়েও বিরোধীদের হারিয়ে আবার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। এই প্রেক্ষাপটে অনুরাগের এই মন্তব্য নজর কাড়ল। 

'মোদীর গ্যারান্টি' প্রসঙ্গে এ দিন মুখ খুলেছেন অনুরাগ। বলেছেন, 'আগে সংবাদমাধ্যমে দুর্নীতির খবর  শিরোনামে আসত। গত সাড়ে ৯ বছরে এই ছবিটা অনেকটা পাল্টেছে। মোদী সরকার গ্যারান্টি দিয়েছে যে, আমরা দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি করব। সেটাই আমরা করছি। আমরা স্বচ্ছতা এনেছি।' এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, 'জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। এর ফলে গরিব মানুষের জীবন বদলে গিয়েছে।'

আরও পড়ুন

মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে বিজেপির জয় এবং মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও এদিন মন্তব্য করেছেন অনুরাগ। বলেছেন, 'প্রধানমন্ত্রীকে মুখ করেই আমরা ভোটে লড়েছি। যে তিন জন মুখ্যমন্ত্রীকে বাছা হয়েছে, তাঁরা সকলেই বিজেপির সাধারণ কর্মী।' অনুরাগ জানান, তিনি কখনওই ভাবেননি যে, তাঁকে এত বড় দায়িত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর প্রশংসা করে অনুরাগ বলেছেন, 'মোদী অন্যতম জনপ্রিয় নেতা। শুধু দেশেই নয়, বিদেশেও জনপ্রিয়তা রয়েছে তাঁর।'

Advertisement

কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ বলেছেন, 'জয়ের পর প্রতিশ্রুতি পূরণ করেনি কংগ্রেস।' এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন, 'ইউপিএ আমলে সমস্যায় পড়েছিলেন প্রণবদা। ওঁর থেকে অনেক কিছু শিখেছি।'
 

Advertisement