Agenda Aaj Tak 2025: দেশ-দুনিয়ার তাবড় ব্যক্তিত্বদের নিয়ে আলোচনার মহামঞ্চ, আজ শুরু 'অ্যাজেন্ডা আজতক ২০২৫'

রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি, বিনোদন ও খেলাধুলার দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা হাজির থাকবেন বিভিন্ন আলোচনায়। ইন্ডিয়া টুডে গ্রুপের বাৎসরিক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

Advertisement
দেশ-দুনিয়ার তাবড় ব্যক্তিত্বদের নিয়ে আলোচনার মহামঞ্চ, আজ শুরু 'অ্যাজেন্ডা আজতক ২০২৫'অ্যাজেন্ডা আজ তক ২০২৫
হাইলাইটস
  • আজ শুরু অ্যাজেন্ডা আজতক ২০২৫
  • দু দিন ব্যাপী চলবে দেশেরসবচেয়ে বড় বিতর্কের মঞ্চ
  • দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা হাজির থাকবেন বিভিন্ন আলোচনায়

Agenda Aaj Tak 2025: দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম বড় হিন্দি নিউজ সামিট ‘অ্যাজেন্ডা আজতক ২০২৫’। ১০ ও ১১ ডিসেম্বর দুই দিন ধরে তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, কূটনীতি, বিনোদন ও খেলাধুলার দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা হাজির থাকবেন বিভিন্ন আলোচনায়। ইন্ডিয়া টুডে গ্রুপের বাৎসরিক এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এবারের মূল ফোকাস, রাজনৈতিক সমীকরণ, নির্বাচনী প্রস্তুতি, অর্থনীতির ভবিষ্যৎ, বিশ্ব পরিস্থিতি ও জনজীবন-সম্পর্কিত নীতি।

কারা থাকছেন?

সরকারের পক্ষ থেকে উপস্থিত থাকবেন,

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু।

কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান।

শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এ ছাড়াও উপস্থিত থাকবেন, অখিলেশ যাদব, হিমন্ত বিশ্বশর্মা, হর্ষবর্ধন শ্রিংলা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, রঞ্জিত রঞ্জন, দিগ্বিজয় সিং, সচিন পাইলট, নরেশ মহাসকে, রাজীব রায়-সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা ও সাংসদ।

প্রথম দিনে কী থাকছে?

আজকের কর্মসূচিতে সবচেয়ে নজরকাড়া সেশন,

অভিনেতা আমির খান-এর সঙ্গে বিশেষ আলোচনা।

সেনা-সাহসিকতার গল্প নিয়ে বীর চক্র ও শৌর্য চক্র প্রাপকদের সেশন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে আলোচনা,'হর এক ভোটার জরুরি হোতা হ্যায়'

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সেশন

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা ও সলমন খুরশিদের সঙ্গে আলোচনা

অর্থনীতি বিষয়ক বিশেষ প্যানেল—শামিকা রবি ও সুমিতা দাভরা

বিনোদন জগত থেকে নুসরাত ভরুচা ও কৃতী স্যানন।

ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে সেশন

দ্বিতীয় দিনে থাকছে কী?

আগামিকাল অর্থাত্‍ ১১ তারিখে থাকছে—

বিরোধী রাজনীতি ও কেন্দ্রীয় সরকারের মুখোমুখি বিতর্ক

বাংলার রাজনীতি নিয়ে আলাদা দুটি সেশন—
১) ‘বাংলায় চলবে দিদিগিরি?’
২) বিজেপির ‘মিশন বাংলা’

অভিনেত্রী রকুল প্রীত সিং।

দিগ্বিজয় সিং ও সচিন পাইলট।

স্বাস্থ্য–ডায়াবেটিস ও ওজন কমানো নিয়ে চিকিৎসক প্যানেল।

মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী তিন ক্রিকটারের সেশন।

Advertisement

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে ১৫০ বছর, বিশেষ আলোচনা।

জাভেদ আখতার-এর সেশন, ‘জীবন ও সৃজনশীলতা’

চিরাগ পাসওয়ান, কে রামমোহন নাইডু।

যোগগুরু বাবা রামদেব।

তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা।

অদানি গোষ্ঠীর তরফে থাকবেন প্রণব অদানি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সেশন।

POST A COMMENT
Advertisement