Advertisement

Agenda Aaj Tak 2025 Day 2 LIVE: গান্ধী ছাড়া কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা কে? জবাবে যা বললেন সচিন ও দিগ্বিজয়

Aajtak Bangla | নয়াদিল্লি | 11 Dec 2025, 12:23 PM IST

দ্বিতীয় দিনের রাজনৈতিক লাইন-আপও বেশ জোরদার। থাকছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কংগ্রেস নেত্রী রঞ্জিত রঞ্জন, শিবসেনার নরেশ মাস্কে, আরজেডির সুধাকর সিং, এলজেপি (আর)-এর অরুণ ভারতী, সমাজবাদী পার্টির রাজীব রাই, কংগ্রেসের দিগ্বিজয় সিং ও সচিন পাইলট সহ আরও অনেকে।

Agenda Aaj Tak 2025Agenda Aaj Tak 2025

‘অ্যাজেন্ডা আজ তক’ এর জমকালো দ্বিতীয় দিন আজ। বুধবার প্রথমদিনে রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, বহু নামী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও হাজির থাকছেন দেশ ও রাজনীতির তাবড় ব্যক্তিত্বরা, বিনোদন জগতের তারকা এবং ভারতের ক্রীড়াজগতের আইকনরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক সেশন, আলোচনা, বিতর্ক, মতামত আর ভবিষ্যতের রূপরেখা তুলে ধরবেন বক্তারা। প্রথম দিনে অভিনেতা আমির খান, জয়দীপ আহলাওয়াত, অগস্ত্য নন্দা, মধুবন্তী বাগচী এবং প্রযোজক দীনেশ ভিজান তাঁদের মতামত জানিয়েছেন। রাজনীতিতে ছিলেন অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার সাংসদ হর্ষ বর্ধন শ্রিংলা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ। দ্বিতীয় দিনের রাজনৈতিক লাইন-আপও বেশ জোরদার। থাকছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কংগ্রেস নেত্রী রঞ্জিত রঞ্জন, শিবসেনার নরেশ মাস্কে, আরজেডির সুধাকর সিং, এলজেপি (আর)-এর অরুণ ভারতী, সমাজবাদী পার্টির রাজীব রাই, কংগ্রেসের দিগ্বিজয় সিং ও সচিন পাইলট সহ আরও অনেকে।
 

11:59 AM(37 minutes ago)

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? সচিন ও দিগ্বিজয় যা বললেন...

Posted by :- Arindam

গান্ধী ছাড়া কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা কে? প্রশ্নের উত্তরে সচিন পাইলট ও দিগ্বিজয় সিং বললেন, মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? সচিন ও দিগ্বিজয়ের উত্তর, 'কেন নয়?' 

11:55 AM(41 minutes ago)

কোনও একটি হাইকম্যান্ড নেই কংগ্রেসে: সচিন পাইলট

Posted by :- Arindam

কংগ্রেসের ভিতরে অনেক বদলের বিষয়ে শোনা যাচ্ছে। কংগ্রেসের হাইকম্যান্ড সবার জন্য খোলা নয়। আজতক-এর রিপোর্টার মৌসুমি সিংয়ের প্রশ্নে সচিন পাইলট বললেন, সমর্থক, কর্মীরাই আমাদের শক্তি। আমাদের কংগ্রেসের নির্বাচনী অধ্যক্ষ মল্লিকার্জুন খাড়গে। আমরা সবাই মিলে পার্টি চালাই। কোনও একটি হাইকম্যান্ড নেই কংগ্রেসে। এটা বলা ভুল, সবার জন্য হাইকম্যান্ডের দরজা খোলা নয়। আমরা সারাদিন দলের কর্মী, সমর্থকদের সঙ্গে যোগাযোগে থাকি। আমাদের অধ্যক্ষ নির্বাচন স্বচ্ছ হয়। সবাই জানতে পারে। বিজেপি-তে সব গোপনে হয়। 

11:42 AM(an hour ago)

ভোট শেয়ার কমা নিয়ে কী বলছেন কংগ্রেস নেতৃত্ব?

Posted by :- Arindam

কংগ্রেসের সংগঠনে কোনও বদল দরকার? সচিন পাইলট বললেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু শাসকদল হওয়া সত্ত্বেও অনেক রাজ্যে খাতা খুলতে পারেনি। আমরা ভোটে হেরেছি ঠিকই। কিন্তু ভবিষ্যত্‍ কেউ দেখেনি। আমরা একশোবার হারলেও বলব, গণতান্ত্রিক পরিবেশে বিরোধীদের সম্মান দেওয়া উচিত। বর্তমানে তা হয় না। আমাদের ত্রুটি আমরা স্বীকার করছি। কিন্তু হেরেছি বলে আমাদের একতরফা ভাবে শাসকদল ইডি, সিবিআই, পুলিশ দিয়ে হেনস্থা করছে। এটা গণতন্ত্র? আমরা চাই নির্বাচন স্বচ্ছ হোক। হার-জিত তো আছেই। ভোট শেয়ার কমে যাওয়া নিয়ে সচিন পাইলটের বক্তব্য, যারা ভোটে হারে, তারাই সেই ব্যথা বোঝে। আমরা পরবর্তী ভোট জিতবই। কিন্তু বিরোধীদের শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেটা বন্ধ হওয়া উচিত। বারবার নেহরুজিকে টেনে কী লাভ? আপনি ১১ বছরে কী করেছেন? দিগ্বিজয় সিংয়ের কথায়, আপনি দেখুন, সঙ্ঘের বিচারধারা শুধু বিজেপি মানে। এনডিএ-র বাকি দলগুলি মানে কী?  

11:35 AM(an hour ago)

কংগ্রেসের এত ভরাডুবি কেন?

Posted by :- Arindam

কংগ্রেসের বারবার, সব ভোটে এত ভরাডুবি কেন? কী বলছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও সচিন পাইলট?

Advertisement
10:51 AM(2 hours ago)

টাকার দাম পতন নিয়ে বিজেপি-র সুধাংশু ত্রিবেদীর ব্যাখ্যা

Posted by :- Arindam

ডলারের সাপেক্ষে টাকার দামে রেকর্ড পতন নিয়ে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর ব্যাখ্যা, 'আজ দুনিয়াতে ডি-ডলারাইজেশন চলছে। একসময় আমেরিকা ছিল গ্রেট। এখন বলছে, মেক আমেরিকা গ্রেট এগেইন। সমস্যা আমেরিকাতেও রয়েছে। একসময় ডলার মজনু ও ভারতীয় মুদ্রা লায়লা ছিল। সেই দিন এখন অতীত।' 

10:45 AM(2 hours ago)

বায়ু দূষণ ইস্যুতে কী বললেন কমলেশ সিং?

Posted by :- Arindam

পরিবেশ দূষণ কিন্তু কংগ্রেসের রাজনৈতিক ইস্যু নয়। এই ইস্যু মানুষের। কংগ্রেসের উচিত, দূষণ ইস্যুতে আমরা ভাল কাজ করব, এই বিষয়টি মানুষকে বোঝানো ও বিশ্বাস বাড়ানো। বিজেপি কাজ করছে না, এই সব বলে লাভ নেই। বললেন ITGD-র নিউজ ডিরেক্টর কমলেশ সিং। 

10:25 AM(2 hours ago)

শুরু হয়ে গেল অ্যাজেন্ডা আজতক-এর দ্বিতীয় দিনের বিতর্কসভা

Posted by :- Arindam

শুরু হয়ে গেল অ্যাজেন্ডা আজতক-এর দ্বিতীয় দিনের বিতর্ক সভা। 

9:55 AM(3 hours ago)

প্রথম দিনে মঞ্চে কারা ছিলেন?

Posted by :- Arindam

প্রথম দিনে মঞ্চে ছিলেন অভিনেতা আমির খান, জয়দীপ আহলাওয়াত, অগস্ত্য নন্দা, মধুবন্তী বাগচী এবং প্রযোজক দীনেশ ভিজান তাঁদের মতামত জানিয়েছেন। রাজনীতিতে ছিলেন অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার সাংসদ হর্ষ বর্ধন শ্রিংলা এবং প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ।

9:48 AM(3 hours ago)

আজকের পুরো তালিকা

Posted by :- Arindam

১০:০০ – ১০:৪৫: বিরোধীরা কি মোদীর টক্কর দিতে ব্যর্থ?

বক্তারা:

সুধাংশু ত্রিবেদী (বিজেপি)

রঞ্জিত রঞ্জন (কংগ্রেস)

নরেশ মাহস্কে (শিবসেনা)

সুধাকর সিং (আরজেডি)

অরুণ ভারতী (এলজেপি-আর)

রাজীব রাই (সমাজবাদী পার্টি)

১০:৪৫ – ১১:৩০ মিনিট: খালি হাত কতদিন?

বক্তারা:

দিগ্বিজয় সিং (কংগ্রেস)

সচিন পাইলট (কংগ্রেস)

১১:৩০ – ১২:১৫ মিনিট: রকুল কি প্রীত

বক্তা:

রকুল প্রীত সিং (অভিনেত্রী)

১২:১৫ – ১২:৪৫ মিনিট: বিজেপির ‘মিশন বাংলা’

বক্তা:

সুকান্ত মজুমদার (শিক্ষা ও উন্নয়ন প্রতিমন্ত্রী)

১২:৪৫ – ১:৩০: ইনজেকশন দিন, ওজন কমান!

বক্তারা:

চিকিত্‍সক অশোক শেঠ

ডঃ মনিকা অরোরা

ডঃ প্রীজিত কৌর

১:৩০ – ২:৩০ pm: লাঞ্চ ব্রেক

২:৩০ – ৩:১৫: আমাদের মেয়েরা কি ছেলেদের চেয়ে কম?

বক্তারা:

শেফালি ভার্মা

দীপ্তি শর্মা

জেমিমা রড্রিগস
(তিনজনই ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সদস্য)

৩:১৫ – ৪:০০: 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর

বক্তারা:

কবি কুমার বিশ্বাস

সজল চট্টোপাধ্যায় (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র)

জয়দীপ চট্টোপাধ্যায় (প্রপৌত্র)

৪:০০ – ৪:৩০ মিনিট: স্বামী, স্ত্রী এবং টিভি

বক্তারা:

রবি দুবে

সারগুন মেহতা

৪:৩০ – ৫:০০: মোদীর ‘চিরাগ’

বক্তা:

চিরাগ পাসোয়ন (কেন্দ্রীয় মন্ত্রী)

৫:০০ – ৫:৩০: ফ্লাইট ফাইট

বক্তা:

কে. রামমোহন নাইডু (বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী)

৫:৩০ – ৬:০০ মিনি: ওটিটির ‘রানী’

বক্তা:

হুমা কুরেশি

৬:০০ – ৬:৩০: বাবার ধন যোগ!

বক্তা:

বাবা রামদেব

৬:৩০ – ৭:১৫: একজন বিহারী সবার চেয়ে ভাল

বক্তা:

শত্রুঘ্ন সিনহা (অভিনেতা ও সাংসদ, তৃণমূল কংগ্রেস)

৭:১৫ – ৮:০০ মিনিট: ভবিষ্যতের ভারত – আদানির দৃষ্টিভঙ্গি

বক্তা:

প্রণব আদানি

৮:০০ – ৯:০০: বিজেপির হয়ে হ্যাটট্রিক করবেন হিমন্ত?

বক্তা:

হিমন্ত বিশ্বশর্মা (মুখ্যমন্ত্রী, অসম)
 

Advertisement
9:48 AM(3 hours ago)

অ্যাজেন্ডা আজতক-এর আজ দ্বিতীয় দিন

Posted by :- Arindam

আজ থাকছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কংগ্রেস নেত্রী রঞ্জিত রঞ্জন, শিবসেনার নরেশ মাস্কে, আরজেডির সুধাকর সিং, এলজেপি (আর)-এর অরুণ ভারতী, সমাজবাদী পার্টির রাজীব রাই, কংগ্রেসের দিগ্বিজয় সিং ও সচিন পাইলট সহ আরও অনেকে।
 

Advertisement