Agniveer committed suicide: আগ্রা এয়ার ফোর্স স্টেশনে আত্মহত্যা অগ্নিবীরের, নিজের মাথায় গুলি করেন

উত্তরপ্রদেশের আগ্রায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন এক অগ্নিবীর। অগ্নিবীর শ্রীকান্ত কুমার চৌধুরীকে এয়ার ফোর্স স্টেশনের টেকনিক্যাল এলাকায় পোস্ট করা হয়েছিল। রাত দেড়টার দিকে অগ্নিবীর শ্রীকান্ত কুমার চৌধুরী ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

Advertisement
আগ্রা এয়ার ফোর্স স্টেশনে আত্মহত্যা অগ্নিবীরের, নিজের মাথায় গুলি করেনআগ্রা এয়ার ফোর্স স্টেশনে আত্মহত্যা অগ্নিবীরের
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের আগ্রায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন এক অগ্নিবীর
  • অগ্নিবীর শ্রীকান্ত কুমার চৌধুরী ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন

উত্তরপ্রদেশের আগ্রায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন এক অগ্নিবীর। অগ্নিবীর শ্রীকান্ত কুমার চৌধুরীকে এয়ার ফোর্স স্টেশনের টেকনিক্যাল এলাকায় পোস্ট করা হয়েছিল। রাত দেড়টার দিকে অগ্নিবীর শ্রীকান্ত কুমার চৌধুরী ইনসাস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। শ্রীকান্ত কুমার চৌধুরীর বয়স ২২ বছর।

অগ্নিবীরের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিমান বাহিনী অফিসার ও জওয়ানরা। পরে শাহগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বা অগ্নিবীর শ্রীকান্তের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পায়নি। ঘটনাটি শ্রীকান্তের শ্যালক-সহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

শ্রীকান্ত মূলত উত্তর প্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। তাঁর বাড়ি পাচারুকিয়া গ্রামে। অগ্নিবীর শ্রীকান্তের আত্মহত্যার পরে পরিবার আগ্রায় আসে এবং ময়নাতদন্তের পরে বালিয়ায় দেহ নিয়ে যায়। সরকারি ইনসাস রাইফেল দিয়ে চোখের কাছে মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন শ্রীকান্ত চৌধুরী। গুলি মাথার উপরিভাগ দিয়ে চলে গেলে তিনি মারা যান। পুলিশ ওই রাইফেলটি উদ্ধার করে পরীক্ষাগারে পাঠিয়েছে।

জিজ্ঞাসাবাদে, পুলিশ জানতে পেরেছিল যে শ্রীকান্ত কুমার চৌধুরী দেড় বছর আগে অগ্নিবীর স্কিমের মাধ্যমে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন এবং সবকিছু স্বাভাবিক ছিল। শ্রীকান্ত চৌধুরীকে এখানে পোস্ট করা হয়েছিল ৬ মাস আগে এবং তিনি ৩ জুন ছুটিতে বাড়িতে আসেন। ১০ দিনের ছুটি কাটিয়ে তিনি ডিউটিতে ফিরেছিলেন। ১৩ জুন শ্রীকান্ত এয়ারফোর্স স্টেশনে ডিউটিতে যোগ দেন। আগ্রা এয়ার ফোর্স স্টেশনে এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। ২০১৯ সালের শুরুতে মোরাদাবাদের বাসিন্দা স্কোয়াড্রন লিডার হিমাংশু সিং (বয়স ৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন।

POST A COMMENT
Advertisement