Air India Plane Crash Ahmedabad: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গুজরাট! প্রস্তুত করা হচ্ছে কফিন

Air India Plane Crash Ahmedabad: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনও চলছে তদন্ত। বরোদায় প্রস্তুত হচ্ছে কফিন—সম্ভাব্য বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে এই পদক্ষেপ।

Advertisement
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গুজরাট! প্রস্তুত করা হচ্ছে কফিনএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গুজরাট! প্রস্তুত করা হচ্ছে কফিন

Air India Plane Crash Ahmedabad: আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়া বরোদায় কফিন প্রস্তুত করার জন্য অর্ডার দিয়েছে। সূত্রের খবর, সবথেকে খারাপ পরিস্থিতির সম্ভাবনা মাথায় রেখে এই কফিনগুলি তৈরি করা হচ্ছে। মোট ১২০ টি কফিন অর্ডার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, শুক্রবার রাত থেকে কাজ শুরু হয়েছে। শনিবার পর্যন্ত ২৫ টি কফিন তৈরি হয়ে গিয়েছে।

উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তীব্র সংঘর্ষ হয়। ঘটনার তদন্ত এখনও চলছে এবং নানা দিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন বলছে, রানওয়ে দিয়ে দৌড়নোর সময় পেছন থেকে কোনও কিছুর ধাক্কা খায় বিমানটি, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উড্ডয়নের আগেই তা ভেঙে পড়ে। ঘটনার আসল কারণ এখনও নির্ধারিত হয়নি।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা সারা দেশে শোকের ছায়া ফেলেছে। কফিন প্রস্তুত হওয়ার খবরই প্রমাণ করে ঘটনার কতটা ভয়াবহতা রয়েছে। তদন্তের মূল উদ্দেশ্য হলো দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। এই ঘটনা উড়ান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। 

 

POST A COMMENT
Advertisement