Advertisement

Ahmedabad Plane Crash Live Updates: 'বিমানে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল, কাউকে বাঁচানোর সুযোগ মেলেনি', বললেন অমিত শাহ

Aajtak Bangla | আহমেদাবাদ | 12 Jun 2025, 10:25 PM IST

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল গুজরাতের আহমেদাবাদে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।  শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদ-লন্ডনগামী  AI 171 বিমানটি ভেঙে পড়েছে।  বিমানে ২৩০ জন যাত্রী-সহ মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। 

অমিত শাহঅমিত শাহ

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল গুজরাতের আহমেদাবাদে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।  শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদ-লন্ডনগামী  AI 171 বিমানটি ভেঙে পড়েছে।  বিমানে ২৩০ জন যাত্রী-সহ মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে। 

জানা যাচ্ছে, মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানবন্দর থেকে মেঘানীনগরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।  কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।

 

10:20 PM(3 months ago)

কাউকে বাঁচানোর কোনও সম্ভাবনাই ছিল না: শাহ

Posted by :- Subhankar Mitra

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান,'ভারত সরকার এবং গুজরাত সরকারের সব বিভাগ একসঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজে লেগে রয়েছে।
বিমানটিতে ভারত ও বিদেশের মোট ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন। এই যাত্রীদের মধ্যে একজন বেঁচে গিয়েছেন। আমি তাঁর সঙ্গে দেখা করেছি। ডিএনএ পরীক্ষা এবং শনাক্তকরণের পরেই মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা যেতে পারে'।

তিনি এও জানান,'প্রচণ্ড তাপ এবং বিমানের ভিতরে থাকা ১.২৫ লক্ষ লিটার জ্বালানির কারণে কাউকে বাঁচানোর কোনও সম্ভাবনা ছিল না। আমি ঘটনাস্থলও পরিদর্শন করেছি। সবাইকে সরিয়ে নেওয়ার কাজ প্রায় শেষ। ডিএনএ নমুনা নেওয়ার প্রক্রিয়াও শীঘ্রই শেষ হবে। ১ হাজারেরও বেশি ডিএনএ পরীক্ষা করতে হবে। সবটাই গুজরাতে করা হবে'।
 

8:06 PM(3 months ago)

আর্থিক সাহায্যের ঘোষণা টাটার

Posted by :- Subhankar Mitra

গভীর শোক প্রকাশ করেছেন টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন। তিনি জানান,'এই মর্মান্তিক ঘটনায় আমরা সকলেই অত্যন্ত শোকাহত। এই ক্ষতি এবং কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মৃতদের পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেবে টাটা গোষ্ঠী। সমস্ত আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজের হোস্টেল পুনর্নির্মাণেও সহায়তা করা হবে। 

7:54 PM(3 months ago)

ঘটনাস্থলে অমিত শাহ

Posted by :- Subhankar Mitra

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার অভিযান পর্যালোচনা করেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে সবিস্তারে তথ্য নেন। আহতদের চিকিৎসা, ধ্বংসাবশেষ অপসারণ এবং নিখোঁজদের খোঁজ নিয়ে যথাবিহিত নির্দেশ দেন।

7:52 PM(3 months ago)

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মৃত্যু

Posted by :- Subhankar Mitra

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গুজরাতের বিজেপি সভাপতি সিআর পাটিল। স্ত্রী অঞ্জলি এবং কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন বিজয় রূপানি।

Advertisement
5:06 PM(3 months ago)

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন পুতিন

Posted by :- Jagrick Dey

বিমান দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন রাশীয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। দুঃখ প্রকাশ করেছেন তিনি। 

5:05 PM(3 months ago)

আহমেদাবাদ বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে

Posted by :- sanjoy patra
4:48 PM(3 months ago)

লাশের সারি সরানোর কাজ চলছে

Posted by :- Jagrick Dey

পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে সিআইএসএফ। লাশের সারি সরানোর কাজ চলছে। উদ্ধারকাজে নেমে পড়েছে এনডিআরএফও। 

4:15 PM(3 months ago)

প্রধানমন্ত্রীর শোকবার্তা

Posted by :- Souradip

আহমেদাবাদের ঘটনায় শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'আহমেদাবাদের ঘটনায় আমি হতবাক ও দুঃখিত। হৃদয়বিদারক ঘটনা। বলার ভাষা নেই। মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছি। ক্ষতিগ্রস্তদের পাশে আছি।'

3:51 PM(3 months ago)

উদ্ধারকাজে হাত লাগাল সেনা

Posted by :- sanjoy patra

আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল টিম এবং উদ্ধারকর্মীদের। 

Advertisement
3:42 PM(3 months ago)

সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি

Posted by :- sanjoy patra

বিমান দুর্ঘটনার পরে গুজরাত সরকার সমস্ত হাসপাতালগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে। দমকল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে গ্রিন জোন করা হয়েছে। এর অর্থ হল এই পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

3:38 PM(3 months ago)

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়ে

Posted by :- Madhurma Dev

বিমানটি সর্বোচ্চ ৬২৫ ফুট উঁচু থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়়ে। 

3:37 PM(3 months ago)

তদন্ত চাইলেন অভিষেক

Posted by :- sumana

বিমান দুর্ঘটনার ঘটনায় শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

3:26 PM(3 months ago)

বিমানে ছিলেন বিদেশি যাত্রীরাও

Posted by :- sumana

বিমানটিতে ৫৪ জন ব্রিটিশ নাগরিক ছিলেন, ১৭২ জন ভারতীয়, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

3:17 PM(3 months ago)

আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সহায়তা প্রদান করছি - এয়ার ইন্ডিয়া

Posted by :- sumana

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন বলেছেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আজ বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত সকলকে এবং তাদের পরিবারকে সহায়তা করা। আমরা ঘটনাস্থলে জরুরি  দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের সকল প্রয়োজনীয় সহায়তা এবং যত্ন প্রদানের জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করছি। তথ্য চাওয়া পরিবারগুলির জন্য সহায়তা টিম রাখা হয়েছে।"
 

Advertisement
3:16 PM(3 months ago)

বন্ধ আমেদাবাদ বিমানবন্দর

Posted by :- Souradip

বিমান দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পর পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রিবাহী বিমান।

3:05 PM(3 months ago)

কী বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী?

Posted by :- Jagrick Dey

ভুপেন্দ্র প্যাটেল, গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, 'আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় আমি শোকাহত.. কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা নিশ্চিত করার এবং হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছি।মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহও আমার সঙ্গে কথা বলেছেন এবং উদ্ধার ও ত্রাণ কাজে এনডিআরএফ দল এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন।

3:02 PM(3 months ago)

গুজরাতের মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ

Posted by :- Jagrick Dey

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

3:02 PM(3 months ago)

কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- sumana

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বঅসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে  কথা বলেছেন এবং আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ঘটনাটি পর্যালোচনা করেছেন। মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করার জন্য আহমেদাবাদে ছুটে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য অনুরোধ করেছেন।
 

2:59 PM(3 months ago)

বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

Posted by :- Souradip

বিমান দুর্ঘটনা নিয়ে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত পদক্ষেপ করতে নায়ডুকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
2:59 PM(3 months ago)

অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানি

Posted by :- sumana

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই বিমানে ছিলেন বলেই খবর মিলেছে।  তিনি এই বিমানে চেপে লন্ডনে যাচ্ছিলেন বলেই খবর মিলেছে। ফলে সেখান থেকে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। 

Load More
Advertisement