Air strike in Pakistan: এই 'সিঁদুর' ব্যাপারটি কী? Google-এ সবচেয়ে বেশি সার্চ চলছে পাকিস্তানে

পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (POK)-এর অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালায় ভারত। এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের জনগণের মধ্যে যে ধরণের প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা গুগল সার্চ ট্রেন্ড থেকেই স্পষ্ট।

Advertisement
এই 'সিঁদুর' ব্যাপারটি কী? Google-এ সবচেয়ে বেশি সার্চ চলছে পাকিস্তানেপাকিস্তানে এয়ার স্ট্রাইক ভারতের।-ফাইল ছবি
হাইলাইটস
  • পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
  • সোমবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (POK)-এর অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালায় ভারত।

পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (POK)-এর অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালায় ভারত। এই এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের জনগণের মধ্যে যে ধরণের প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তা গুগল সার্চ ট্রেন্ড থেকেই স্পষ্ট।

আতঙ্কের মাঝে ‘সিঁদুর’ নিয়ে কৌতূহল
ভারতের কৌশলগত এয়ার স্ট্রাইকের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। আর এই নামেই তৈরি হয়েছে কৌতূহল। গুগল ট্রেন্ড অনুযায়ী, পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সবচেয়ে বেশি খুঁজছে—

সিঁদুর কী?

সিঁদুর মানে কী?

অপারেশন সিঁদুর কী?

ইন্ডিয়া অপারেশন সিন্দুর

সিঁদুর আক্রমণ

ভারতীয় সেনার শক্তি নিয়ে সার্চ
‘অপারেশন সিঁদুর’-এর পর শুধু ‘সিঁদুর’ নয়, পাকিস্তানের মানুষ ভারতের সেনা শক্তি সম্পর্কেও নানা তথ্য খুঁজছে। সার্চ ট্রেন্ডে উঠে এসেছে—

India Attack Bahawalpur

India Attacked on Pakistan Today

India Strikes on Pakistan

Indian Army vs Pakistan Army

Most powerful army in the world

বিশ্লেষণ: প্রতীকী বার্তাও স্পষ্ট
সেনা স্ট্রাইকের নাম ‘সিঁদুর’ রাখার মধ্যেই প্রতীকী বার্তা রয়েছে। হিন্দু সংস্কৃতিতে সিঁদুর বিবাহিত নারীর জন্য গর্ব, আত্মসম্মান ও প্রতিজ্ঞার প্রতীক। ঠিক তেমনি, দেশের ওপর হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত দেখিয়ে দিল, প্রতিরক্ষায় সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তান এখনও সরকারিভাবে ভারতের এই স্ট্রাইকের জবাব দেয়নি। তবে সোশ্যাল মিডিয়া ও গুগল সার্চ ট্রেন্ড স্পষ্ট করছে, সেখানকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের এই কৌশলগত পদক্ষেপ একদিকে যেমন প্রতিরক্ষার বার্তা, তেমনই মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি নিখুঁত চালও বটে।


 

POST A COMMENT
Advertisement