Amit Shah: 'যত বেশি গালি দেবে, তত বেশি পদ্ম ফুটবে' রাহুলের ক্ষমা চাওয়ার দাবি শাহর

অসমের রাজধানী গুয়াহাটিতে এক সভায় অমিত শাহ বলেন, ২৭টি দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। এমন একজন প্রধানমন্ত্রী যাকে সারা বিশ্ব সম্মান করে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে ভারতীয় রাজনীতিতে ঘৃণা ও অবজ্ঞার নেতিবাচক রাজনীতি শুরু করেছেন।

Advertisement
'যত বেশি গালি দেবে, তত বেশি পদ্ম ফুটবে' রাহুলের ক্ষমা চাওয়ার দাবি শাহর'যত বেশি গালি দেবে, তত বেশি পদ্ম ফুটবে' রাহুলের ক্ষমা চাওয়ার দাবি শাহর
হাইলাইটস
  • দারভাঙায় রাহুল গান্ধীর 'ভোটার অধিকার যাত্রা'-র সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ
  • বুধবারের ঘটনার পর বিজেপি বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের করেছে

এই বছরের শেষে বিহারে নির্বাচন। এমন পরিস্থিতিতে অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব চরমে পৌঁছেছে। বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মাকে নিয়ে অশ্রাব্য শব্দ ব্যবহার করার পর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা জবাব দিয়েছেন। অসমের রাজধানী গুয়াহাটিতে এক সভায় অমিত শাহ বলেন, ২৭টি দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। এমন একজন প্রধানমন্ত্রী যাকে সারা বিশ্ব সম্মান করে। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে ভারতীয় রাজনীতিতে ঘৃণা ও অবজ্ঞার নেতিবাচক রাজনীতি শুরু করেছেন। তাঁর নিম্নমানের প্রতিফলন দেখা গিয়েছে তাঁর অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রায়। কংগ্রেস বিহারে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা বের করেছে, যেখানে রাহুল গান্ধীকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, যা কংগ্রেস নেতাদের দ্বারা করা সবচেয়ে জঘন্য কাজ।'

শাহ আরও বলেন, 'রাহুল গান্ধী যেভাবে এই মঞ্চ থেকে ঘৃণার রাজনীতি শুরু করেছেন। প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মায়ের জন্য যে ধরনর অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, তার আমি অন্তর থেকে নিন্দা জানাচ্ছি এবং সমগ্র দেশের মানুষকে বলতে চাই যে রাহুল গান্ধী যে ধরনের অমূলক, নেতিবাচক এবং ঘৃণ্য রাজনীতি শুরু করেছেন তা আমাদের জনজীবনকে উন্নত করবে না। বরং তা আরও নীচে নিয়ে যাবে।' স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই ঘৃণার রাজনীতি আজ থেকে নয়। মোদীজি ক্ষমতায় আসার পর থেকে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, মণিশঙ্কর আয়ার, জয়রাম রমেশ, রেণুকা চৌধুরী, প্রতিটি কংগ্রেস নেতাই মোদীজির জন্য অশালীন শব্দ ব্যবহার করেছেন। কেউ তাঁকে মত কা সওদাগর বলেছেন, কেউ তাঁকে বিষাক্ত সাপ বলেছেন, কেউ তাঁকে নিচ বলেছেন, কেউ তাঁকে রাবণ বলেছেন, কেউ তাঁকে ভস্মাসুর বলেছেন, কেউ তাঁকে ভাইরাস বলেছেন। কংগ্রেস নেতারা কী মনে করেন? এই ধরনের ভাষা ব্যবহার করে জনাদেশ পাবেন? আজ আমি কংগ্রেস নেতাদের বলতে চাই যে, বিজেপিকে যত বেশি অশালীন শব্দ ব্যবহার করবেন, পদ্মফুল তত বড় হয়ে আকাশ ছুঁয়ে যাবে।'

Advertisement

ভোটের ইতিহাস তুলে ধরে শাহ বলেন, 'আপনারা (কংগ্রেস) প্রতিটি নির্বাচনে চেষ্টা করেছেন কিন্তু এখনও এ থেকে কিছুই শিখেননি। প্রতিটি নির্বাচনেই অপব্যবহার করে হেরে গেছেন এবং তারপর জয় অস্বীকার করার জন্য আপনারা এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা শুরু করেছেন। এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা অনুপ্রবেশকারীদের বাঁচানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আপনাদের ভোট ব্যাঙ্ক বাঁচানোর প্রচেষ্টা। আমি দেশের জনগণকে জিজ্ঞাসা করতে চাই যে যে কোনও গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের নিজস্ব নির্বাচন থাকে। যদি অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় প্রবেশ করে নির্বাচনকে দূষিত করে, তাহলে কোনও দেশ কীভাবে নিরাপদ থাকতে পারে? দেশের জনগণ বিস্ময় ও দুঃখের সঙ্গে কংগ্রেস দলের এই ঘৃণ্য প্রচেষ্টা দেখছে।' 

অমিত শাহ বলেন, 'আমি জানি জনগণ তাদের সমর্থন করে না। কিন্তু দু'দিন আগে যা ঘটেছে তা সমস্ত সীমা অতিক্রম করেছে। মোদীজির প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে। তিনি দারিদ্র্যের মধ্যে থেকেও সন্তানদের মূল্যবোধ দিয়ে বড় করেছেন। যেখানে ছেলে বিশ্বনেতা হয়ে ওঠেন। ভারতের জনগণ কখনই এটা সহ্য করবে না। রাজনীতি বা জনজীবনে এর চেয়ে বড় অবক্ষয় আর কিছু হতে পারে না। আমি আবারও কংগ্রেসের এই ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং অনুরোধ করতে চাই যে রাহুল গান্ধীর যদি সামান্যতম লজ্জা অবশিষ্ট থাকে, তাহলে অবশ্যই তাঁকে মোদীজি, তাঁর প্রয়াত মা এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ঈশ্বর সকলকে জ্ঞান দান করুন।'

POST A COMMENT
Advertisement