একের পর এক নির্বাচনে বিজেপির বৈতরণী পার করাচ্ছেন অনায়াসে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের জুটি ঠিক যেন ২২ গজের সচিন-সৌরভ! এই জুটি কবে তৈরি হল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ তক-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খোলসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে ভাঙলেন দু'জনের রাজনৈতিক যাত্রা এবং চ্যালেঞ্জের কথাও। আটের দশকের গোড়ার দিকে মোদীর সঙ্গে প্রথম দেখার কথা মনে করলেন শাহ। জানালেন, আরএসএসের একটি অনুষ্ঠানে তরুণদের সঙ্গে কথা বলতে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেই থেকে পরিচয়।
শাহ বলেন,'আটের দশকের গোড়ার দিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হয়ে কাজ করতেন নরেন্দ্র মোদী। সেই সময় আহমেদাবাদে আরএসএসের এক ঊর্ধ্বতন কর্তা যুবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছিলেন। তার প্রস্তুতি নেওয়ার জন্য এসেছিলেন নরেন্দ্র মোদী। ওখানে আমি ছিলাম। সেখানে খুব কম সংখ্যক যুবক ছিলেন। উনি অল্প সময়ের মধ্যে দেশ বদলের জন্য আরএসএসের নীতি এবং দিশার ব্যাখ্যা দিয়েছিলেন। এখনও মনে আছে, আমার সঙ্গে থাকা সব তরুণরা এই অনুষ্ঠানকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। দারুণ কর্মসূচি ছিল'।
কে প্রথমে বিজেপিতে যোগ দিয়েছিলেন? এই প্রশ্নে অমিত শাহ জানান,'আমি দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা দু'জনেই বিজেপির হয়ে কাজ করতাম। ঠিক যেমন লক্ষ লক্ষ কর্মী ভারতীয় জনতা পার্টিতে কাজ করেন। কাজ দেখে লক্ষ লক্ষ মানুষ মোদীজির সঙ্গে আছেন। খালি দেশেই নয়, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর সঙ্গে যুক্ত। মোদীর কাছ থেকে দেশ এবং বিশ্বের সমস্যার সমাধান আশা করেন তাঁরা। এমন একজন ব্যক্তি যিনি কাজের লোক'।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। অমিত শাহ হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এ নিয়ে শাহ বলেন,'প্রধানমন্ত্রী দলের সভাপতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সিদ্ধান্ত তাঁর একার নয়। এটা দলের সিদ্ধান্ত ছিল। আমি ছাড়া অন্য কেউ সভাপতি হতেই পারতেন। পরে নাড্ডাজিও সভাপতি হন'। এর পিছনে খালি মোদী-শাহের রসায়ন রয়েছে বলে ভাবলে ভুল হবে বলেও স্পষ্ট করে দেন শাহ।