scorecardresearch
 

Crpf Amit Shah : 'জম্মু ও কাশ্মীরে হয়তো প্রয়োজন ফুরোবে CRPF-এর', বড় ইঙ্গিত অমিত শাহর

CRPF-এর প্রশংসা করে শাহ বলেন, 'গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হয়েছে। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ এতে উপকৃত হয়েছে।'

Advertisement
অমিত শাহ অমিত শাহ
হাইলাইটস
  • জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • শনিবার CRPF-এর ৮৩ তম প্রতিষ্ঠা দিবস ছিল
  • সেই অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ


জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার CRPF-এর ৮৩ তম প্রতিষ্ঠা দিবসে জম্মুতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আমিত শাহ। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, আগামী বছরগুলিতে জম্মু ও কাশ্মীরে CRPF-এর প্রয়োজন হবে না।

অমিত শাহ জম্মু ও কাশ্মীরে CRPF-এর ভূমিকার প্রশংসাও করেন। বলেন, 'CRPF কেবল উপত্যকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালী করতেও কাজ করে চলেছে। CRPF জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব এবং নকশাল প্রভাবিত এলাকায় অভূতপূর্ব কাজ করেছে। আমি নিশ্চিত যে আগামী কয়েক বছরে এই তিনটি এলাকায় CRPF-এর প্রয়োজন হবে না।'

আরও পড়ুন : ১০ লাখ টাকার ক্রেডিট কার্ড কীভাবে পাবে পড়ুয়ারা ? জানুন

CRPF-এর প্রশংসা করে শাহ বলেন, 'গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হয়েছে। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ এতে উপকৃত হয়েছে।' প্রসঙ্গত, রাজধানী দিল্লির বাইরে জম্মু ও কাশ্মীরে এই প্রথম CRPF-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।

CRPF জওয়ানদের উদ্দেশে শাহ বলেন, 'আমি সব জওয়ান এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই। আমি শহিদদের শ্রদ্ধা জানাই।'

অমিত শাহ বলেন, 'জম্মু সেই জায়গা যেখানে পণ্ডিত প্রেমনাথ ডোগরা এবং শ্যামা প্রসাদ মুখার্জি এক জাতি, এক পতাকা, এক সংবিধানের আন্দোলন শুরু করেছিলেন। আমরা আনন্দিত যে, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করতে পেরেছি।' 

Advertisement