বিদেশি পণ্য ছেড়ে ভারতীয় প্রোডাক্ট ব্যবহারের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ডাকে সাড়া দিয়ে এ বার দেশি মেইল Zoho Mail-এর ব্যবহার শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Zoho Corporation নামক ভারতীয় সংস্থার একটি প্রোডাক্ট হল Zoho মেইল। আর এখন থেকে সেটিরই ব্যবহার শুরু করলেন অমিত শাহ। আর সেটা ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করে দিলেন সমাজমাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অমিত শাহ?
এক্স-এ একটি পোস্ট করে তিনি লেখেন, 'সবাইকে হ্যালো, আমি Zoho Mail ব্যবহার শুরু করেছি। তাই অনুগ্রহ করে আমার পরিবর্তিত ইমেলটা নোট করে নিন।
আমার নতুন ইমেল হল amitshah.bjp@zohomail.in। ভবিষ্যতে মেইল করতে চাইলে দয়া করে এখানে মেইল করুন।
এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।'
কী কী ফিচার রয়েছে এই মেইলে?
আধুনিক সমস্ত ধরনের ফিচারই এই Zoho-তে মিলবে বলে জানিয়েছে সংস্থা। এক্ষেত্রে কাস্টোমার ডোমেন সাপোর্ট, শক্ত সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসির মতো ফিচার রয়েছে। এছাড়াও আরও কিছু আধুনিক ফিচার মিলবে এই মেইলে। যেমন ধরুন-
ইন্টিগ্রেটেট স্যুইট- এই মেইলে অ্যাক্সেস মেইল, ক্যালেন্ডার, নোটস, কনট্যাক্টস এবং বুকমার্কসের সুবিধা পাওয়া যাবে।
কাস্টোমাইজ করা সম্ভব- Gmail-এর মতোই জোহোতেও পাওয়া যাবে কাস্টোমাইজেশন ফিচার। এক্ষেত্রে ফোল্ডার তৈরি থেকে শুরু করে, ট্যাগ তৈরি এবং অন্যান্য পার্সোনালাইজেশনের সুবিধা মিলবে।
আরও অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন- এই মেইল ব্যবহার করে Zoho-এর বিভিন্ন অ্যাপ, যেমন- CRM এবং Meeting-এর সুবিধা পাবেন।
দেশি অ্যাপ
ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। তার ফলে ভারতীয় পণ্য ব্যবহারের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সুরে সুর মিলিয়েই স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ Zoho অ্যাপ ব্যবহার শুরু করলেন। পাশাপাশি আপামর ভারতবাসীকেই এই মেইল ব্যবহারের দিলেন ডাক। এখন দেখার কতজন তাঁর ডাকে সাড়া দেয়।
Arattai নিয়ে উন্মাদনা তুঙ্গে
শুধু মেইল নয়, Zoho-এর মেসেজিং অ্যাপ Arattai নিয়ে তুঙ্গে রয়েছে উন্মাদনা। সাম্প্রতিক তথ্য জানাচ্ছে, ১০০ গুণ বেড়েছে এই অ্যাপের সাইন-আপ। শুধু তাই নয়, প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষের বেশি। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে WhatsApp-কে জোর টক্কর দিচ্ছে Arattai।
কেন হঠাৎ করে শুরু হল Arattai ঝড়?
এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, কিছুদিন আগেই এই অ্যাপটিকে নিয়ে পোস্ট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি এক্স-এ (সাবেক ট্যুইটারে) এই অ্যাপটি ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই অ্যাপ। হু হু করে বাড়তে থাকে ডাউনলোড। এমনকী সাইন আপ শুরু হয়ে যায়।