Jammu Kashmir Encounter: অবশেষে ধরা পড়ল TRF জঙ্গি, কুলগামে গুলির লড়াইয়ের সময় পাকড়াও

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই ফের অশান্ত ভূস্বর্গ। বুধবার কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। কুলগামের তাংমার্গে এনকাউন্টার চলছে বলে খবর। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। 

Advertisement
অবশেষে ধরা পড়ল TRF জঙ্গি, কুলগামে গুলির লড়াইয়ের সময় পাকড়াওফাইল চিত্র।
হাইলাইটস
  • জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই ফের অশান্ত ভূস্বর্গ।
  • বুধবার কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে।
  • গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। 

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই ফের অশান্ত ভূস্বর্গ। বুধবার কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। কুলগামের তাংমার্গে এনকাউন্টার চলছে বলে খবর। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এক টিআরএফ কমান্ডারকে পাকড়াও করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, পহেলগাঁওয়ে হামলায় জড়িত ওই জঙ্গিদল।

মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। 

হামলার দায় নিয়েছে লস্কর-এ-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। জানা গিয়েছে, ভারতীয় সেনা-পুলিশের পোশাক পরে জঙ্গিরা হামলা চালায়। হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গতরাতেই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করেন শাহ। সন্ত্রাসবাদের কাছে ভারত মাথা নোয়াবে না বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি সফর কাটছাঁট করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী। 

POST A COMMENT
Advertisement