Jharkhand river: সেলফি তুলতে গিয়ে নদীতে ভেসে যাচ্ছিল বর্ধমানের পরিবার, তারপর...

রবিবার পর্যটনে গিয়ে বড় বিপদের মুখোমুখি হল এক পরিবার। বর্ধমান থেকে চার সদস্যের একটি পরিবার ধানবাদের ভাটিন্ডা জলপ্রপাতে বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় নদীর জলে পড়ে যায়। তবে স্থানীয় জেলেদের দ্রুত হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান তাঁরা।

Advertisement
সেলফি তুলতে গিয়ে নদীতে ভেসে যাচ্ছিল বর্ধমানের পরিবার, তারপর...ভেসে যাওয়ার দৃশ্য।-ফাইল ছবি
হাইলাইটস
  • রবিবার পর্যটনে গিয়ে বড় বিপদের মুখোমুখি হল এক পরিবার।
  • র্ধমান থেকে চার সদস্যের একটি পরিবার ধানবাদের ভাটিন্ডা জলপ্রপাতে বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় নদীর জলে পড়ে যায়।

রবিবার পর্যটনে গিয়ে বড় বিপদের মুখোমুখি হল এক পরিবার। বর্ধমান থেকে চার সদস্যের একটি পরিবার ধানবাদের ভাটিন্ডা জলপ্রপাতে বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় নদীর জলে পড়ে যায়। তবে স্থানীয় জেলেদের দ্রুত হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান তাঁরা।

সেলফির মুহূর্তেই বিপদ
পরিবারটি ভাটিন্ডা জলপ্রপাতের পাশে নদীর ধারে দাঁড়িয়ে সেলফি তুলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মহিলা আচমকা ভারসাম্য হারিয়ে স্রোতের জলে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে জলে ঝাঁপ দেন তাঁর স্বামী, ছেলে ও কন্যা। কিন্তু নদীর তীব্র স্রোতে চারজনই একসঙ্গে ভেসে যেতে থাকেন। মুহূর্তের মধ্যেই আনন্দের ভ্রমণ রূপ নেয় আতঙ্কে।

স্থানীয়দের তৎপরতা বাঁচাল প্রাণ
ঠিক সেই সময় আশেপাশে মাছ ধরছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁরা কানে আসা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং এক মুহূর্তও দেরি না করে জলে ঝাঁপ দেন। তাঁদের নির্ভীক প্রচেষ্টায় চারজনকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়।

একজন উদ্ধারকারী বলেন, 'আমরা হঠাৎই দেখলাম একজন পড়ে গেল। সঙ্গে সঙ্গে আর তিনজন ঝাঁপিয়ে পড়লেন। আমরা দেরি করিনি, জলে নেমে ওদের টেনে আনলাম।'

চিকিৎসা ও আশ্বস্ত খবর
উদ্ধারের পর সকলকে ধানবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁরা সকলেই শারীরিকভাবে স্থিতিশীল এবং আপাতত বিপদমুক্ত। তবে প্রবল জলস্রোতে পড়ে যাওয়ার ফলে মানসিকভাবে ধাক্কা পেয়েছেন তাঁরা।

সতর্কবার্তা প্রশাসনের
ঘটনার পর প্রশাসন পর্যটকদের সুরক্ষার বিষয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছে। জলপ্রপাত বা নদীর কাছে গিয়ে সেলফি তোলার আগে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement