Explosion on railway: রেললাইনে বিস্ফোরণে উত্তরবঙ্গে ট্রেন চলাচল ব্যাহত, তদন্ত শুরু

বৃহস্পতিবার ভোরে অসমের কোকরাঝাড় জেলার কাছে রেললাইনে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটেছে। ফলে নিম্ন আসাম ও উত্তরবঙ্গের রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 

Advertisement
রেললাইনে বিস্ফোরণে উত্তরবঙ্গে ট্রেন চলাচল ব্যাহত, তদন্ত শুরু
হাইলাইটস
  • বৃহস্পতিবার ভোরে অসমের কোকরাঝাড় জেলার কাছে রেললাইনে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটেছে।
  • ফলে নিম্ন আসাম ও উত্তরবঙ্গের রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে অসমের কোকরাঝাড় জেলার কাছে রেললাইনে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটেছে। ফলে নিম্ন আসাম ও উত্তরবঙ্গের রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 

পুলিশ ও রেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, মধ্যরাতের পর কোকরাঝাড় রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সালাকাটি যাওয়ার পথে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে প্রায় তিন ফুট দৈর্ঘ্যের রেললাইন ভেঙে পড়ে এবং ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশের টুকরো কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

কোকরাঝাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট পুষ্পরাজ সিং জানান, বিস্ফোরণে কোনো হতাহত বা ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত অংশটি ছোট হওয়ায় তাৎক্ষণিক মেরামত কাজ শেষ করা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে, নিরাপত্তা কারণে রাতভর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল, যার ফলে নিম্ন আসাম এবং উত্তর পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি আপ-ডাউন ট্রেন সকাল ৮টা পর্যন্ত বন্ধ ছিল এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

রেলওয়ে ও নিরাপত্তা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত ট্র্যাকের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেছে এবং পুরো পরিষেবা পুনরুদ্ধারের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে, কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে এবং ওই রুটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিস্ফোরণকে কেন্দ্র করে রেল পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও তা দ্রুত মেরামত ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement