Pahalgam attack update 2025: জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। অনন্তনাগ জেলাজুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত প্রায় ১৭৫ জনকে আটক করা হয়েছে। গোটা অঞ্চলে হাই অ্যালার্ট জারি রয়েছে।
পুলিশ এবং সেনাবাহিনী জানিয়েছে, শুধু সন্ত্রাসীদের নয়, যারা তাদের আশ্রয় দিচ্ছে এমন সন্দেহভাজনদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।অনন্তনাগ পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতি নির্মূল এবং জেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সাথে যৌথভাবে ঘেরাও ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
শান্তি বজায় রাখতে এবং অশান্তির যে কোনও চেষ্টা ব্যর্থ করতে পুলিশ বদ্ধপরিকর। সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটবর্তী থানায় জানানোর জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করতে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত মোবাইল চেকপোস্ট বসানো হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওর বাইসরান এলাকায় সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। এরপর নিরাপত্তা বাহিনী বিশেষ করে বনাঞ্চলে তল্লাশি ও অ্যামবুশ অভিযান বাড়িয়েছে। রাজৌরি-পুঞ্চ সেক্টরেও নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর সফরে এসে নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রচেষ্টা সম্পর্কে অবহিত হন।