Andhra Pradesh: লিভ-ইন পার্টনার যৌন ব্যবসায় নামতে রাজি হননি, রাগে কুপিয়ে খুন করল যুবক

অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার রাজোলু মণ্ডলের বি সাভারাম গ্রামের সিদ্ধার্থ নগরে নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দেহব্যবসায় জড়াতে অস্বীকার করায় ২২ বছর বয়সী এক তরুণীকে তার লিভ-ইন পার্টনার ছুরি দিয়ে খুন করেছে।

Advertisement
লিভ-ইন পার্টনার যৌন ব্যবসায় নামতে রাজি হননি, রাগে কুপিয়ে খুন করল যুবক
হাইলাইটস
  • অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার রাজোলু মণ্ডলের বি সাভারাম গ্রামের সিদ্ধার্থ নগরে নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • পুলিশ জানিয়েছে, দেহব্যবসায় জড়াতে অস্বীকার করায় ২২ বছর বয়সী এক তরুণীকে তার লিভ-ইন পার্টনার ছুরি দিয়ে খুন করেছে।

অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসীমা জেলার রাজোলু মণ্ডলের বি সাভারাম গ্রামের সিদ্ধার্থ নগরে নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দেহব্যবসায় জড়াতে অস্বীকার করায় ২২ বছর বয়সী এক তরুণীকে তার লিভ-ইন পার্টনার ছুরি দিয়ে খুন করেছে।

মৃতার নাম ওলেতি পুষ্পা। কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শেখ শাম্মা নামে এক যুবকের সঙ্গে রাজোলুর এই গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাম্মা প্রায়ই পুষ্পাকে অন্য পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ করতেন এবং তাকে যৌনপেশায় জড়াতে চাপ দিতেন। এতে দু’জনের মধ্যে নিয়মিত অশান্তি চলত।

বুধবার রাত প্রায় ১০টার সময় দু’জনের মধ্যে ফের তীব্র ঝগড়া হয়। পুলিশ জানিয়েছে, শাম্মা আবারও পুষ্পাকে দেহব্যবসার প্রস্তাব দেয়। পুষ্পা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করলে অভিযুক্ত ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুষ্পার বুকে ও পায়ে একাধিক ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে পুষ্পার মৃত্যু হয়।

এ সময় পুষ্পার মা গঙ্গা এবং ভাই তাকে বাঁচাতে এলে তাদেরও ছুরির আঘাত করা হয়। দু’জন আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।

রাজোলু সার্কেল ইন্সপেক্টর নরেশ কুমার জানান, অভিযুক্ত শেখ শাম্মার বিরুদ্ধে খুন ও হত্যার চেষ্টার মামলা দায়ের হয়েছে। তাকে ধরতে দুটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে এবং আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা দোষীর দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement