
অন্ধ্রপ্রদেশের মুম্মিদিভারমে গুরুকুল বালিকা বিদ্যালয়ের এক দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে লজে ধর্ষণের অভিযোগ। প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ৩ ডিসেম্বরের।
ডিএসপি টিএসআরকে প্রসাদ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, প্রধান অভিযুক্ত মোকা গিরিবাবু নেরেদুমিল্লি অর্চনা দেবীকে সঙ্গে নিয়ে স্কুলে পৌঁছয়। তারা মেয়েটির আত্মীয় পরিচয় দিয়ে হোস্টেলে ঢোকে। কর্মীদের জানায় যে, ছাত্রীটির জরুরি চিকিৎসার প্রয়োজন। সেই অজুহাতে হোস্টেল থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পরে গিরিবাবু ও অর্চনা দেবী ওই নাবালিকাকে একটি লজে নিয়ে যায়। সেখানে লজের কর্মচারী নাগভারাপু ভেঙ্কটরমণের সহায়তায় গিরিবাবু ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনার কথা জানার পর গুরুকুল স্কুলের অধ্যক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর মুম্মিদিভারমের সিআই মোহন কুমার ও এসআই জ্বালা সাগরের নেতৃত্বে একটি বিশেষ দল নাবালিকাকে উদ্ধার করে এবং তার জবানবন্দি রেকর্ড করে।
ভুক্তভোগীর বিবরণ ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে গিরিবাবু, অর্চনা দেবী এবং ভেঙ্কটরমণকে সোমবার গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। ডিএসপি প্রসাদ জানিয়েছেন, নাবালকদের বিরুদ্ধে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।