Kerala: অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি, চিকেন ফ্রাই চাই, শিশুর আবদারে সাড়া দিলেন মন্ত্রী

কেরালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের খাদ্যতালিকায় পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি শঙ্কু নামে এক শিশুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সে অঙ্গনওয়াড়িতে উপমার পরিবর্তে বিরিয়ানি ও চিকেন ফ্রাই পরিবেশনের অনুরোধ জানায়। 

Advertisement
অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি, চিকেন ফ্রাই চাই, শিশুর আবদারে সাড়া দিলেন মন্ত্রী
হাইলাইটস
  • কেরালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের খাদ্যতালিকায় পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
  • সম্প্রতি শঙ্কু নামে এক শিশুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সে অঙ্গনওয়াড়িতে উপমার পরিবর্তে বিরিয়ানি ও চিকেন ফ্রাই পরিবেশনের অনুরোধ জানায়। 

কেরালার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের খাদ্যতালিকায় পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি শঙ্কু নামে এক শিশুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সে অঙ্গনওয়াড়িতে উপমার পরিবর্তে বিরিয়ানি ও চিকেন ফ্রাই পরিবেশনের অনুরোধ জানায়। 

কেরালার স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী বীণা জর্জ এই ভিডিওটি তার ফেসবুক পেজে শেয়ার করে জানান, শিশুটির অনুরোধ বিবেচনা করে অঙ্গনওয়াড়ির খাদ্যতালিকা পর্যালোচনা করা হবে। তিনি বলেন, "শঙ্কু অত্যন্ত নিরীহভাবে দাবিটি তুলে ধরেছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য অঙ্গনওয়াড়ির মাধ্যমে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করা হচ্ছে। এই সরকারের আমলে অঙ্গনওয়াড়ির মাধ্যমে ডিম এবং দুধ সরবরাহের একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। এটি সফলভাবে চলছে। স্থানীয় সংস্থাগুলি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সমন্বয়ে অঙ্গনওয়াড়িতে নিজস্বভাবে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করছে।" 

শঙ্কুর মা জানান, বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় তিনি এই ভিডিওটি রেকর্ড করেন এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে শঙ্কু তার মাকে বলে, "আমাকে উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে 'বিরনানি' (বিরিয়ানি) এবং 'পরিচা কোঝি' (চিকেন ফ্রাই) খাওয়াতে হবে।" 

মন্ত্রী জর্জ শঙ্কুর মা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশংসা করে বলেন, "শঙ্কুর পরামর্শ বিবেচনা করে মেনু পর্যালোচনা করা হবে।" তিনি আরও উল্লেখ করেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে অঙ্গনওয়াড়ির মাধ্যমে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করা হচ্ছে। 

শঙ্কুর অনুরোধে সাড়া দিয়ে অঙ্গনওয়াড়ির খাবারের তালিকায় পরিবর্তন আনার এই সিদ্ধান্তকে নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং শিশুদের পুষ্টি ও স্বাদের প্রতি সরকারের এই মনোযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। 

 

POST A COMMENT
Advertisement