Haryana IPS Death: হরিয়ানায় সুইসাইড আরও এক পুলিশ অফিসারের, নোটে মৃত IPS-এর নামে বিস্ফোরক অভিযোগ

হরিয়ানায় আত্মঘাতী আরও এক পুলিশ অফিসার। এবার টিউবওয়েলের ধারে উদ্ধার হল ASI-এর মৃতদেহ। সঙ্গে মিলল সুইসাইড নোট এবং ভিডিও। যেখানে মৃত IPS-এর নামে বিস্ফোরক অভিযোগ উল্লেখ করা হয়েছে।

Advertisement
হরিয়ানায় সুইসাইড আরও এক পুলিশ অফিসারের, নোটে মৃত IPS-এর নামে বিস্ফোরক অভিযোগহরিয়ানায় আত্মঘাতী ASI (বাঁ দিকে), আত্মঘাতী IPS (ডান দিকে)
হাইলাইটস
  • হরিয়ানায় আত্মঘাতী আরও এক পুলিশ অফিসার
  • টিউবওয়েলের ধারে উদ্ধার হল ASI-এর মৃতদেহ
  • মিলল সুইসাইড নোট এবং ভিডিও

হরিয়ানায় IPS অফিসার ওয়াই পুরাণ কুমারের মৃত্যুর ঘটনায় নাটকীয় মোড়। এবার রোহতকে গুলি চালিয়ে আত্মঘাতী সাইবার সেলের ASI সন্দীপ কুমার। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সঙ্গে পাওয়া গিয়েছে একটি ভিডিও মেসেজ। যেখানে তিনি মৃত IPS অফিসারের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ তুলেছেন। 

জানা গিয়েছে, রোহতক-পানিপত রোডে রাস্তার ধারে একটি টিউবওয়েলের পাশে সন্দীপ কুমারের মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি ভিডিওটি রেকর্ড করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ভিডিওটি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে উদ্ধার হয়েছে সুইসাইড নোটের লেখা। 

জানা গিয়েছে, সুইসাইট নোটে ASI সন্দীপ কুমার IPS পুরণ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। গত ৭ অক্টোবর তিনি চণ্ডিগড়ে আত্মঘাতী হয়েছিলেন। ASI লিখেছেন, 'ওয়াই পুরণ কুমার একজন দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন। তাঁর বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ রয়েছে।' ASI এ-ও লিখেছেন, চলতি তদন্ত নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। এবং ভয় পেয়েছিলেন, তিনি ধরা পড়ে যাবেন। 

ASI সুইসাইড নোটে লেখেন, 'আমি আত্মত্যাগ করছি। নিরপেক্ষ তদন্ত চাই। দুর্নীতিগ্রস্ত পরিবারকে ছেড়ে দেওয়া উচিত নয়।' তাঁর আরও অভিযোগ, 'IPS অফিসার সিস্টেম হাইজ্যাক করে ফেলেছিলেন জাতপাতের রাজনীতি করে। দুর্নীতি আড়াল করতেই এইসব করতেন তিনি।'

সূত্রের খবর, ASI সন্দীপ কুমার IPS ওয়াই পুরণ কুমারের গানম্যান সুশীল সিংয়ের মামলায় অন্যতম সদস্য ছিলেন। তবে তিনি তদন্ত করছিলেন না। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ৫২ বছরের IPS ওয়াই পুরণ কুমারকে মৃত অবস্থায় তাঁর চণ্ডিগড়ের বাড়িতে উদ্ধার করা হয়। রোহতকের সুনারিয়াতে পুলিশ ট্রেনিং সেন্টারে তিনি IG হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী IAS অফিসার অমনীত পুরণ কুমার কর্মসূত্রে সে সময়ে জাপানে গিয়েছিলেন। তখনই IPS আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ। 

ASI সন্দীপ কুমার নিজের সুইসাইড নোটে ৮ জন সিনিয়র অফিসারের নাম লিখেছেন। তার মধ্যে পয়েছে SGP শত্রুজিৎ কাপুর এবং প্রাক্তন রোহতকের SP নরেন্দ্র বির্জানিয়া। অভিযোগ, তাঁরা হেনস্থা এবং জাতপাতের রাজনীতি করছিলেন এবং কর্মস্থলে অনেককেই কোনঠাসা করে দিতেন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement