২০২৬ সালেই ফের ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে, সামনে এল বড় তথ্য

ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ২০২৬ সালের মধ্যে সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে। যা আমেরিকান স্বার্থের উপর "মাঝারি প্রভাব" ফেলতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Advertisement
২০২৬ সালেই ফের ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে, সামনে এল বড় তথ্যভারত পাকিস্তান যুদ্ধ
হাইলাইটস
  • ফের একবার যুদ্ধ লাগতে পারে ভারত-পাকিস্তানের।
  • এই দাবি করছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট।
  • ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ২০২৬ সালের মধ্যে সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে।

ফের একবার যুদ্ধ লাগতে পারে ভারত-পাকিস্তানের। রীতিমতো সময় উল্লেখ করে এই দাবি করছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ২০২৬ সালের মধ্যে সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে। যা আমেরিকান স্বার্থের উপর "মাঝারি প্রভাব" ফেলতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্র কেনায় উৎসাহ

বর্তমানে যুদ্ধবিরতি সত্ত্বেও ভারত ও পাকিস্তান উভয়ই তাদের প্রতিরক্ষা সামগ্রী কিনতে বিশেষ আগ্রহ প্রকাশ করছে। ভারত সম্প্রতি ৭৯,০০০ কোটি টাকার ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ও গাইডেড বোমা ক্রয়ের অনুমোদন দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান নতুন ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য তুরস্ক এবং চিনের সঙ্গে আলোচনা শুরু করেছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেমের ভয়াবহ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ নিচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরেই মে মাসে চরমে পৌঁছেছিল ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক। চার দিনের ওই ছোট আকারের যুদ্ধে যথেচ্ছ ভাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়। ২২ এপ্রিল পাকিস্তান-মদদপুষ্ট জঙ্গিরা পহেলগাঁও আক্রমণের পরেই এই যুদ্ধ শুরু হয়েছিল।

পহেলগাঁও হামলার জবাব দিতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) জঙ্গিদের আস্তানাগুলিকে লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে। এর পাল্টা পাকিস্তানও আক্রমণ শুরু করে। যদিও সেই পাক হানার বেশিরভাগই ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে, কেন্দ্রের তরফে দাবি করা হয়, ভারতের আক্রমণে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল পাকিস্তানের এয়ারস্ট্রিপের কিছু অংশ।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা

CFR রিপোর্টে আরও একটি পাকিস্তানি যুদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুসারে, ২০২৬ সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের "মাঝারি সম্ভাবনা" রয়েছে। ফলে দু পাশ থেকে চাপে পড়ে যেতে পারে পাকিস্তান।

POST A COMMENT
Advertisement