Indian Army Chief: 'অনেক সংযম দেখিয়েছি...' পাকিস্তানকে ফের হুঁশিয়ারি আর্মি চিফের

পাকিস্তানকে সতর্ক করে তাঁর বার্তা, অপারেশন সিঁদুর ১.০-এর সময় অনেক সংযত ছিল ভারত। তবে সেই সংযম এর পর দেখানো হবে না। 

Advertisement
 'অনেক সংযম দেখিয়েছি...' পাকিস্তানকে ফের হুঁশিয়ারি আর্মি চিফের
হাইলাইটস
  • অপারেশন সিঁদুর ১.০-এর সময় অনেক সংযত ছিল ভারত
  • সেই সংযম এর পর দেখানো হবে না
  • পাকিস্তান ম্যাপে থাকতে চাইলে রাষ্ট্রের মদতে জঙ্গি হামলা বন্ধ করতে হবে

ভারতের সীমান্ত অঞ্চলে সফরে গিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আপাতত তিনি বিকানর মিলিটারি স্টেশনে রয়েছেন। এই ক্যাম্পে গিয়ে তিনি সেনার প্রস্তুতি দেখেছেন। পাশাপাশি পাকিস্তানকে বিরাট হুঁশিয়ারি দিয়েছেন আর্মি চিফ।

পাকিস্তানকে সতর্ক করে তাঁর বার্তা, অপারেশন সিঁদুর ১.০-এর সময় অনেক সংযত ছিল ভারত। তবে সেই সংযম এর পর দেখানো হবে না। 

তিনি বলেন, 'এর পর আমরা এমন কিছু করব, যার ফলে পাকিস্তান আবার ভাবতে চাইবে যে তারা পৃথিবীর ম্যাপে থাকতে চায় কি না। পাকিস্তান ম্যাপে থাকতে চাইলে রাষ্ট্রের মদতে জঙ্গি হামলা বন্ধ করতে হবে।' আর ভারতের সেনাপ্রধানের কাছ থেকে এই বার্তা পাওয়ায় স্বভাবতই পাকিস্তানের নাভিশ্বাস উঠছে। তাঁরা নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই ব্যস্ত।

সেনা কতটা তৈরি সেটা দেখাই সফরের উদ্দেশ্য
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই একদম 'হাই অ্যালার্ট মোডে' চলে গিয়েছে ভারতীয় সেনা। এরপর যেমন সীমান্তে নজরদারি বেড়েছে, ঠিক তেমনই অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। পাশাপাশি নিয়মিত জঙ্গি নিকেশের কাজও চালানো হচ্ছে।

যার ফলে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতি এখনও শান্ত হয়নি। তাই এমন অবস্থায় সেনার প্রস্তুতি দেখতে সফরে বেরিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বিকানর পৌঁছেই প্রথমে সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শনে যান। পাশাপাশি যাচাই করেন সেনার প্রস্তুতি। 

আর ভারতীয় সেনার বর্তমান মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে অপ্লুত সেনাপ্রধান। মরুভূমি বা আধা-মরুভূমি জায়গায় থেকেও সেনা যে ভাবে কাজ করছে, সেটার প্রশংসা করছেন সেনাপ্রধান। 

উপেন্দ্র দ্বিবেদী জওয়ান থেকে শুরু করে সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেন। এই আলাপচারিতার সময় তিনি সেনার আধুনিকীকরণ, প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া এবং যুদ্ধের জন্য তৈরি থাকার বিষয়ে জোর দেন।

তিনি মনে করেন, বর্তমান সময়ে যুদ্ধ একবারে বদলে গিয়েছে। তাই ভারতীয় সেনাও সেই পরিবর্তীত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইছে। যার ফলে সেনার পক্ষ থেকে আনম্যানড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার ইউএএস টেকনোজির দিকে এগনো হচ্ছে। এই সব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুদ্ধে অনেকগুণ গিয়ে যাবে ভারত। পাকিস্থান সহ যে কোনও শত্রুদেশ ধরাশায়ী হবে বলেই মত আর্মি চিফের।

Advertisement

পাকিস্তান সাবধান
এই জায়গায় দাঁড়িয়েই পাকিস্তানকে সাবধান করে দিয়েছেন সেনা প্রধান। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারত এখন থেকে খুব কঠোর অবস্থান নেবে। পাকিস্তান যদি এখনই নিজেদের শুধরে না নেয়, তাহলে ম্যাপ থেকে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি করেছেন তিন।


 

POST A COMMENT
Advertisement