scorecardresearch
 

Arvind Kejriwal: 'স্বামী এই কাজটা করলে রাতে খেতে দেবেন না,' মহিলাদের আজব পরামর্শ কেজরিওয়ালের

স্বামী 'মোদী মোদী' করলে তাঁকে খেতে দেবেন না। মহিলাদের আজব নিদান দিলেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'ওঁরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম 'জপ' করেন তাহলে তাঁদের ডিনার দেবেন না।'

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • স্বামী 'মোদী মোদী' করলে তাঁকে খেতে দেবেন না। মহিলাদের আজব নিদান দিলেন অরবিন্দ কেজরিওয়াল।
  • শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'ওঁরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম 'জপ' করেন তাহলে তাঁদের ডিনার দেবেন না।'
  • 'অনেকে প্রধানমন্ত্রী মোদীর নাম জপ করেন। কিন্তু আপনাদেরই সেটা ঠিক করতে হবে।

স্বামী 'মোদী মোদী' করলে তাঁকে খেতে দেবেন না। মহিলাদের আজব নিদান দিলেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'ওঁরা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম 'জপ' করেন তাহলে তাঁদের ডিনার দেবেন না।'

'অনেকে প্রধানমন্ত্রী মোদীর নাম জপ করেন। কিন্তু আপনাদেরই সেটা ঠিক করতে হবে। আপনার স্বামী যদি মোদীর নাম জপ করেন, তাহলে তাঁকে বলুন যে আপনি তাঁকে রাতে খেতে দেবেন না,' বলেন কেজরিওয়াল। 'মহিলা সম্মান সমারোহ' নামে দিল্লির টাউনহলে এক অনুষ্ঠানে এমনটা বলেন । .

২০২৪-২৫-এর বাজেটে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত মহিলাদের জন্য মাসিক ১,০০০ টাকা ভাতার পরিকল্পনা ঘোষণা করেছেন কেজরিওয়াল। সেই ঘোষণার পরেই মহিলাদের সঙ্গে জনসংযোগের উদ্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

অরবিন্দ কেজরিওয়াল মহিলাদের বলেন, 'আপনাদের পরিবারের সদস্যদের শপথ নিতে বলুন, তাঁরা যেন আমায় এবং AAP-কে সমর্থন করে।'

তিনি আরও বলেন, বিজেপি সমর্থনকারী অন্য মহিলাদের জানান, শুধুমাত্র আপনার ভাই অরবিন্দ কেজরিওয়ালই আপনার পাশে থাকবেন।'

'তাঁদের বলুন যে আমি তাঁদের বিদ্যুৎ বিনামূল্যে দিচ্ছি, তাঁদের বাসের টিকিট ফ্রি করেছি, এবং এখন আমি প্রতি মাসে মহিলাদের এই ১,০০০ টাকা করে দিচ্ছি। বিজেপি তাঁদের জন্য কী করেছে? তাহলে বিজেপিকে কেন ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন,' বলেন আপ সুপ্রিমো।

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, এখনও মহিলাদের ক্ষমতায়নের নামে প্রতারণা করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন তিনি।

'দলগুলি কোনও মহিলাকে কোনও পদ দেয় এবং বলে যে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে। আমি বলছি না যে মহিলাদের পদ পাওয়া উচিত নয়। তাঁদের বড় পদ এবং টিকিট পাওয়া উচিত, তাঁদের সবকিছু পাওয়া উচিত। কিন্তু এতে মাত্র দু-চারজন নারী উপকৃত হচ্ছেন। বাকি মহিলারা কী পান?' কেজরিওয়াল প্রশ্ন তোলেন।

Advertisement

তিনি বলেন, তাঁর সরকারের অধীনে নতুন প্রকল্প 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' - প্রকৃত ক্ষমতায়ন করবে। 'ক্ষমতায়ন তখন হবে, যখন মানুষের হাতে টাকা থাকবে,' বলেন তিনি।

Advertisement