অসমের কোকরাঝাড় ও সালাকাটি স্টেশনের মধ্যে IED বিস্ফোরণ। উড়ল রেললাইনের একটা অংশ। বিস্ফোরণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে। রেললাইনের কাছে থাকা বসবাসকারীরা অনেকেই রাতে বিকট শব্দ শুনতে পান। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িও কেঁপে ওঠে বলে খবর।
বিস্ফোরণের জেরে লোয়ার অসম এবং উত্তরবঙ্গের কিছু অংশ জুড়ে রেল পরিষেবা ব্যাহত হয় বলে রেল আধিকারিকেরা জানিয়েছেন। এক রেল আধিকারিক জানিয়েছেন, মধ্যরাতের পর কোকরাঝাড় রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সালাকাটির দিকে যাওয়ার পথে বিস্ফোরণটি ঘটে।
তিনি জানান, "বিস্ফোরণে প্রায় তিন ফুট রেললাইন ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত ট্র্যাকের টুকরো কয়েক মিটার দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।" কোকরাঝাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট পুষ্পরাজ সিং বলেন, 'এই ঘটনায় কোনও হতাহত বা ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যায়নি।'
আরও জানান, ট্র্যাকের একটি ছোট অংশে ক্ষতি হয়। যা তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।"
রেলের আরও এক আধিকারিক জানিয়েছেন, "রাতভর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। যার ফলে লোয়ার অসমে এবং উত্তরবঙ্গে সকাল ৮টা পর্যন্ত বেশ কয়েকটি আপ এবং ডাউন ট্রেন চলাচলে প্রভাব পড়ে।"
মেরামতির কাজ শেষ হওয়ার পরে সকাল ৫টা ২৫ মিনিটে ফের ট্রেন চলাচল শুরু হয়। তবে এই ঘটনার জেরে সকালে বেশ কিছু ট্রেন দেরিতে চলে।