Assembly Election Results 2022 Updates: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়া- এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। গণনা ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। তবে সবার নজর উত্তরপ্রদেশের দিকে। বাকি ৪ রাজ্যে কী হবে ফলাফল? শেষ হাসি হাসবে কোন দল? গোয়ায় খাতা খুলতে পারবে তৃণমূল? দেখুন ভোট গণনার সব খবর LIVE।
পঞ্জাবের সঙ্গে আছে বিজেপি। সেখানে বিজেপি আরও ভালো কাজ করবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, 'আমি বিশ্বাস করি, পঞ্জাবে আমাদের কর্মীরা আরও উৎসাহের সঙ্গে কাজ করবে। তাদের সঙ্গে দল থাকবে। পঞ্জাবের উন্নতি করতে আমরা বদ্ধপরিকর।'
যেখানে যেখানে মহিলারা ভোট দিয়েছেন সেখানে বিজেপি দারুণ ফলাফল করেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, 'দেশের মা-বোনেরা বিজেপির সঙ্গে আছে। তা প্রমাণিত হল। কারণ, তাঁরা জানে বিজেপি তাদের সুবিধা অসুবিধে দেখে। আমরা সেই সব মহিলাদের ধন্যবাদ জানাব। এই জয় নারীশক্তির জয়।'
দেশের মানুষ BJP-র প্রতি আস্থা রেখেছেন । একথা প্রমাণিত হল এবারের ভোটে। আমি অনেকদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। তাই আমি মানুষের মন বুঝি। তাদের চাওযা-পাওয়ার খেয়াল রাখি। বিজেপি গরিবকে ভরসা দেয়। আমাদের প্রতিশ্রুতিই ছিল, সব গরিবকে পরিষেবা দেওয়া ও সরকারের সুবিধা পৌঁছে দেওয়া।
বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'আজ উৎসব-উৎসাহের দিন। এই উৎসব ভারতের লোকতন্ত্রের উৎসব। যাঁরা ভোটে অংশ নিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কর্মী, যুবরা যেভাবে BJP-কে সমর্থন করেছে তাতে আমি অভিভূত।'
এই জয়ের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন জেপি নাড্ডা। বললেন, 'প্রধানমন্ত্রী যে সব নীতি নিয়েছিলেন তা দেশের মানুষ পছন্দ করেছে। এই ফলাফল তারই প্রমাণ। সেজন্য সাধারণ ভোটার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তাঁর জন্যই দেশ এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশের মানুষ আমাদের পাশে আছেন। তা প্রমাণিত হয়ে গেল। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে কোনও পার্টি পরপর দুবার সরকার বানাচ্ছে। আমাদের ভোট শতাংশও বেড়েছে। উত্তরাখণ্ডেও ভালো ফল করেছি। মণিপুরে প্রথমবার বিজেপির সরকার হচ্ছে। আর তা এককভাবে। গোয়াতেও আমরা হ্যাটট্রিক করলাম। সব জায়গায় প্রধানমন্ত্রীর নীতি কার্যকর হয়েছে।'
BJP-র সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাখবেন বক্তব্য। ৪ রাজ্যে জয়ের পর দলের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানাবেন তিনি। মোদীকে বরণ করে নিলেন রাজনাথ সিং।
'মহিলারা যে আশীর্বাদ করেছেন তার জন্য ধন্যবাদ। উত্তরপ্রদেশে বিজেপি ইতিহাস গড়তে চলেছে। দৃঢ়তার সঙ্গে সাধারণ মানুষের আশা পূরণে নিজেদের প্রমাণিত করতে হবে। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় নেতার সমর্থন রয়েছে। এই বিশ্বাসের সঙ্গেই উত্তরপ্রদেশকে দেশের একনম্বর রাজ্য করতে হবে।' বার্তা যোগী আদিত্যনাথের।
'যখন আমার করোনার সঙ্গে লড়ছিলাম, তখন বিরেধিরা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আজ জনতা জবাব দিয়েছে। মানুষ যে বিশ্বাস রেখেছেন তার মর্যাদা আমাদের রাখতেই হবে', বললেন যোগী আদিত্যনাথ।
প্রথমবার ৭ ধাপে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সবাইকে এই উপলক্ষে ধন্যবাদ। ভারতের নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। সমস্ত ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা পাওয়া গিয়েছে। ভারত সরকারে সমস্ত মন্ত্রী ও আধিকারিকদের সহায়তায় এই পেয়েছে বিজেপি। এই বিপুল জয় বিজেপির জাতীয়তাবাদ, বিকাশকে উত্তরপ্রদেশের ২৫ কোটি মানুষের আশীর্বাদ। সবকা সাথ, সবকা, বিকাশ ও সবকা বিশ্বাসের মন্ত্রকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। বললেন যোগী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত নেতাদের অভিনন্দন। তাঁদের নেতৃত্বেই ৪ রাজ্যে জয় পেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বেশি জন সংখ্যার রাজ্য। বিজেপির উত্তপ্রদেশে বিপুল জয় পেয়েছে। এই জয়ের জন্য উত্তরপ্রদেশের মানুষকে আন্তরিক ধন্যবাদ। কোটিকোটি কার্যকর্তাদের অভিনন্দন। বললেন যোগী আদিত্যনাথ।
৫ রাজ্যে কংগ্রেসের ভরাডুবিতে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার বক্তব্য, আমরা কোথাও যাচ্ছি না। ফিরবো নতুন রাজনীতি নিয়ে।
পঞ্জাবে আপ-এর ব্যাপক জয়ের পরে ভগবন্ত মান বললেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং পঞ্জাবকে ঐক্যবদ্ধভাবে চালাব কারণ আমরা আমাদের ভোট দিয়েছি। আগে পাঞ্জাব চলত প্রাসাদ থেকে, এখন পাঞ্জাব চলবে গ্রাম থেকে। যে সব বড় বড় নাম ছিল তারাই হারিয়ে যাচ্ছে। আমরা লিখিতভাবে দিয়েছিলাম যে চন্নি সাহেব হেরে যাচ্ছেন, সেটাই হয়েছে।
#WATCH | ...Bade Badal Sahib has lost, Sukhbir (Badal) has lost from Jalalabad, Capt has lost from Patiala, Sidhu & Majithia are also losing, Channi has lost on both the seats...says AAP's Bhagwant Mann in Sangrur as party sweeps Punjab pic.twitter.com/Wuuyq9G1qw
— ANI (@ANI) March 10, 2022
সমাজবাদী পার্টির ট্যুইট, ১০০টিরও বেশি আসনে ভোটের পার্থক্য ৫০০-এর কম। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রবণতায় ১০০টি আসনের জয়ের পার্থক্য ৫০০ ভোটের কাছাকাছি। সমাজবাদী পার্টি জোটের কর্মী, পদাধিকারী এবং নেতাদের সতর্কতা বজায় রাখার জন্য একটি আবেদন।
उत्तर प्रदेश विधानसभा चुनावों के रुझानों में 100 सीटों का अंतर 500 वोटों के करीब है।
— Samajwadi Party (@samajwadiparty) March 10, 2022
समाजवादी पार्टी गठबंधन के कार्यकर्ताओं, पदाधिकारियों एवं नेताओं से अपील है कि वो सतर्कता बनाए रखें।
পঞ্জাবে বিপুল জয়ের পথে আপ। ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
इस इंक़लाब के लिए पंजाब के लोगों को बहुत-बहुत बधाई। pic.twitter.com/BIJqv8OnGa
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 10, 2022
গোয়ায় তৃণমূলের ভোট ৫.৩৫ শতাংশ। বিজেপি-র ৩৩.৪৯ শতাংশ। আপ-এর ৭.১৪ শতাংশ।
উত্তরপ্রদেশে আবার গেরুয়া ঝড়ের আভাস। অন্য দিকে পঞ্জাবে এবার কেজরিওয়ালের আম আদমি পার্টির জয়জয়কার। পাঁচ রাজ্যেই পিছিয়ে রয়েছে কংগ্রেস। ইভিএম-কে দায়ী করে দিল্লির রাস্তায় নামল কংগ্রেস।
Congress workers protest against EVM, outside party office in Delhi as counting for the #AssemblyElections continues. The party is trailing in all five states as per the latest official trends by the Election Commission. pic.twitter.com/8Ltemk5wrW
— ANI (@ANI) March 10, 2022
উত্তরপ্রদেশের অযোধ্যায় মোট ৫টি আসনের মধ্যে চারটিতে এগিয়ে রয়েছে বিজেপি, একটি আসনে এগিয়ে রয়েছে এসপি। অযোধ্যার গোসাইগঞ্জ বিধানসভা আসন থেকে এসপি প্রার্থী অভয় সিং ২৬০০ ভোটে এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী আরতি তিওয়ারি পিছিয়ে রয়েছেন।
উত্তরপ্রদেশে এগিয়ে থাকা আসনের নিরিখে ১০০ পার করল সমাজবাদী পার্টি। যদিও বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপি।
পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতার পথে আপ। পিছিয়ে খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চন্নি। পিছিয়ে রয়েছেন নভজ্যোত্ সিং সিধুও।
উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রবণতা অনুসারে, বিজেপি ২২০ ছাড়িয়েছে, যখন এসপির জোট এখনও ৯০-এর অঙ্কের পিছনে রয়েছে। সমাজবাদী পার্টির থেকে বিপুল আসনে এগিয়ে রয়েছে বিজেপি