Advertisement

Assembly Election Results 2023 Live: তিন রাজ্যে মোদী ঝড়, 'জনাদেশ মাথা পেতে নিলাম', খারাপ ফলাফলের পর বললেন রাহুল

Aajtak Bangla | কলকাতা | 03 Dec 2023, 5:41 PM IST

Assembly Election Results 2023 Live Updates: আজ, রবিবার ৪ রাজ্যে ভোটগণনা। লোকসভা ভোটের আগে এই রাজ্যে কংগ্রেস ও বিজেপি নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবে। মিজোরামে ভোটগণনা হচ্ছে না। বাকি চার রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ় ও তেলেঙ্গানায় কে ক্ষমতায় থাকবে তা ঠিক হয়ে যাবে রবিবারই।

Assembly Election ResultsAssembly Election Results

আজ, রবিবার ৪ রাজ্যে ভোটগণনা। লোকসভা ভোটের আগে এই তিন রাজ্যের ফলাফলকে সেমিফাইনাল বলছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগঢ়ে জয় পেল বিজেপি। অন্যদিকে তেলেঙ্গানা হাত ছাড়া হল বিআরএস-এর। সেখানে ক্ষমতা দখল করল কংগ্রেস। 

5:36 PM(a year ago)

৩ রাজ্যের হার স্বীকার রাহুলের

Posted by :- Soumen Karmakar

তিন রাজ্যের পরাজয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন। লিখেছেন, 'আমরা বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ম্যান্ডেট মেনে নিচ্ছি। আদর্শের লড়াই চলবে। তেলেঙ্গানার জনগণকে আমার অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই প্রজালু তেলেঙ্গানা করার প্রতিশ্রুতি পূরণ করব। তাদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য সমস্ত কর্মীদের আন্তরিক ধন্যবাদ।' 

2:27 PM(a year ago)

তেলেঙ্গানায় প্রাথমিক ট্রেন্ড হাসি ফোটাচ্ছে কংগ্রেস কর্মীদের

Posted by :- Soumen Karmakar

তেলেঙ্গানায় প্রাথমিক ট্রেন্ড হাসি ফোটাচ্ছে কংগ্রেস কর্মীদের। রেনুকা চৌধুরী, কংগ্রেস নেত্রী বলেন, 'এক বছর ধরে এই ফলাফলের আভাস পাচ্ছিলাম। বড় বদল হতে চলেছে বলে মনে করছিলাম। আমাদের জয় নিয়ে নিশ্চিত।'

1:30 PM(a year ago)

লোকসভার সেমিফাইনালে গেরুয়া ঝড়

Posted by :- Soumen Karmakar

লোকসভার সেমিফাইনালে গেরুয়া ঝড়, ৩ রাজ্য়ে বিজেপি, তেলাঙ্গানায় কংগ্রেস 

11:40 AM(a year ago)

ছত্তিশগড়েও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে বিজেপি

Posted by :- Soumen Karmakar

রাজস্থান-মধ্যপ্রদেশে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, ছত্তিশগড়েও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে বিজেপি

Advertisement
10:49 AM(a year ago)

৬ ডিসেম্বর INDIA জোটের বৈঠক

Posted by :- Soumen Karmakar

৪ রাজ্যের নির্বাচনের ফলাফলের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৬ ডিসেম্বর INDIA জোটের বৈঠক ডাকলেন। 

10:28 AM(a year ago)

ম্যাজিক ফিগার পেরোল বিজেপি

Posted by :- Soumen Karmakar

রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার পেরোল বিজেপি, কংগ্রেস এগিয়ে তেলেঙ্গানায়

10:18 AM(a year ago)

এবার ছত্তিশগড়ে এগিয়ে গেল বিজেপি

Posted by :- Soumen Karmakar

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ছত্তিশগড়ে এগিয়েছিল কংগ্রেস। তবে বেলা যত বাড়ছে ততই ছত্তিশগড়ে ট্রেন্ড বদলাচ্ছে। ৯০ আসন বিশিষ্ট সেই রাজ্যে এখন কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি। 

10:10 AM(a year ago)

পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ

Posted by :- Soumen Karmakar

পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এছাড়াও সচিন পাইলট, রমন সিং এবং মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও পিছিয়ে রয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের ডেপুটি সিএম টি এস সিং দেও। রাজস্থানের ঝোটওয়ারা থেকে কংগ্রেস প্রার্থী এগিয়ে এবং রাজ্যবর্ধন সিং রাঠোর পিছিয়ে রয়েছেন। তেলেঙ্গানায় এগিয়ে সিএম কেসিআর।

9:46 AM(a year ago)

মধ্যপ্রদেশেও BJP-র সংখ্যাগরিষ্ঠতা

Posted by :- Soumen Karmakar

রাজস্থান ও মধ্যপ্রদেশে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, ছত্তিশগড় ও তেলাঙ্গানায় কংগ্রেসের আসার সম্ভাবনা

Advertisement
9:41 AM(a year ago)

মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতা প্রায় পাকা

Posted by :- Soumen Karmakar

মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতা প্রায় পাকা। তবে এখনও পিছিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। 

9:38 AM(a year ago)

রাজস্থানে BJP-র সংখ্যাগরিষ্ঠতা

Posted by :- Soumen Karmakar

রাজস্থানে BJP-র সংখ্যাগরিষ্ঠতা, এগিয়ে মধ্যপ্রদেশেও, বাকি ২ রাজ্যে এগিয়ে কংগ্রেস; হাড্ডাহাড্ডি লড়াই। 

9:24 AM(a year ago)

বিজেপি এগিয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে

Posted by :- Soumen Karmakar

বিজেপি এগিয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে, বাকি ২ রাজ্যে এগিয়ে কংগ্রেস; হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এখনও গণনা চলছে। সব রাজ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 

9:00 AM(a year ago)

রাজস্থানে নিজের কেন্দ্রে এগিয়ে অশোক গেহলট

Posted by :- sanjoy patra

রাজস্থান ভিআইপি আসন সংখ্যা

সরদারপুরা - সিএম অশোক গেহলট এগিয়ে

ঝোটওয়ারা - রাজ্যবর্ধন রাঠোর (পিছিয়ে), অভিষেক চৌধুরী (কংগ্রেস) এগিয়ে

বসুন্ধরা রাজে - এগিয়ে

সচিন পাইলট - এগিয়ে

8:48 AM(a year ago)

মধ্যপ্রদেশে শিবরাজ-কমল নাখ এগিয়ে

Posted by :- sanjoy patra

মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান (সিএম)- বুধনির থেকে এগিয়ে। নরোত্তম মিশ্র (স্বরাষ্ট্রমন্ত্রী)- দাতিয়া থেকে পিছিয়ে। কমল নাথ (প্রাক্তন মুখ্যমন্ত্রী)- ছিন্দোয়ারা থেকে এগিয়ে।

Advertisement
8:43 AM(a year ago)

এগিয়ে রয়েছেন সচিন

Posted by :- sanjoy patra

 রাজস্থানের টঙ্কে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সচিন পাইলট।

8:40 AM(a year ago)

মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস

Posted by :- sanjoy patra

মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস, রাজস্থানে এগিয়ে বিজেপি, ছত্তিশগড়ে কঠিন লড়াই

8:36 AM(a year ago)

পাটান আসন থেকে প্রাথমিক প্রবণতায় পিছিয়ে ভূপেশ বাঘেল

Posted by :- sanjoy patra

ছত্তিশগড়: পাটান আসন থেকে প্রাথমিক প্রবণতায় পিছিয়ে ভূপেশ বাঘেল।

8:22 AM(a year ago)

মধ্যপ্রদেশে এগিয়ে কংগ্রেস

Posted by :- sanjoy patra

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম ট্রেন্ড চলে এসেছে। এগিয়ে রয়েছে কংগ্রেস

8:05 AM(a year ago)

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

Posted by :- sanjoy patra

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু। ট্রেন্ড সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই। 

Advertisement
7:59 AM(a year ago)

হনুমান বেনিওয়ালের সঙ্গে যোগাযোগ করল বিজেপি?

Posted by :- sanjoy patra

রেজাল্টের আগে রাজস্থান থেকে একটা বড় আপডেট এসেছে। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতারা যোগাযোগ করেছেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) প্রধান হনুমান বেনিওয়ালের সঙ্গে। বেনিওয়াল আগে এনডিএ তে ছিলেন। ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় তিনি বেরিয়ে যান। গত নির্বাচনে আরএলপি তিনটি আসন জিতেছিল।

Load More
Advertisement