চলন্ত বাসে আগুন লেগে গিয়ে মৃত্যু হল ২০ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমের জেলায়। জয়সলমের থেকে যোধপুরগামী একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। বাসের ২০ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। বেশ কয়েকজন আহত হন। পোখরানের বিজেপি বিধায়ক এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জয়সলমের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে থাইয়াত গ্রামের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, যদিও প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
বাসের পিছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিকেল ৩টার দিকে জয়সলমের ছেড়ে যায়। থাইয়াত গ্রাম পার হওয়ার সঙ্গে সঙ্গে বাসের পিছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। অনেকেই জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসতে পারেন। তবে, যারা বেরোতে পারেননি তাঁরা জীবন্দ দগ্ধ হন। গ্রামবাসী এবং পথচারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। তাঁরা জল এবং বালি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। এদিকে, খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। দমকল আধিকারিক পৃথ্বীপাল সিং রাঠোর বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। আমরা যখন আসি, তখন আমরা কাউকে জীবিত খুঁজে পাইনি। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহায়তায় আহতদের তিনটি অ্যাম্বুলেন্সে জয়সলমেরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর দগ্ধদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে রেফার করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। তিনি বলেন, রাজস্থানের জয়সলমেরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা ৫০,০০০ টাকা পাবেন।
পাটনায় নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত করেছেন মুখ্যমন্ত্রী
দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা জয়সলমেরে পৌঁছেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিও তিনি পরিদর্শন করেছেন। সেনা সদস্য এবং স্থানীয় নাগরিকদের সাহায্য ও সহায়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পোখরানের বিধায়ক প্রতাপ পুরী এবং বিধায়ক সাং সিং ভাটিসহ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। এই ঘটনার কারণে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বিহারের পাটনায় তাঁর নির্বাচনী অনুষ্ঠান স্থগিত করেছেন।