Attack On Saif Ali Khan: সইফের উপর হামলার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি

Attack On Saif Ali Khan: মুম্বইয়ের বান্দ্রা এলাকায় মাঝ রাতে একটি ১২ তলায় নিজের ফ্ল্যাটে দুষ্কৃতী দ্বারা একাধিকবার ছুরিকাহত হন অভিনেতা সইফ আলি খান। অভিনেতা সইফ আলির আঘাত বেশ গুরুতর। তাঁর পিঠে ছুরি বসে যায়।

Advertisement
সইফের উপর হামলার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবিসইফের উপর হামলার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি

Attack On Saif Ali Khan: সইফ আলি খানের উপর হওয়া হামলার ঘটনায় চিত্র তারকাদের তরফে উদ্বেগের খবর সামনে আসছে। পাশাপাশি এই ঘটনায় রাজনৈতিক লড়াইও শুরু হয়ে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে থেকে নিয়ে তামাম বিরোধীপক্ষ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ সরকার এবং পুলিশ এর উপর প্রশ্ন তুলে দিয়েছেন। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইকে ও রক্ষিত নগর বলতে নারাজ। তিনি বলেন মুম্বই সুরক্ষিত রয়েছে।

মুম্বইয়ের বান্দ্রা এলাকায় মাঝ রাতে একটি ১২ তলায় নিজের ফ্ল্যাটে দুষ্কৃতী দ্বারা একাধিকবার ছুরিকাহত হন অভিনেতা সইফ আলি খান। অভিনেতা সইফ আলির আঘাত বেশ গুরুতর। তাঁর পিঠে ছুরি বসে যায়। সেই ছুরি বের করেছেন যিনি সেই চিকিৎসকের বক্তব্য অনুযায়ী অভিনেতা এখন বিপদ কাটিয়ে উঠেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স পোস্টে বলেছেন, হামলার বিষয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমার বিশ্বাস যে আইন নিজের পথে কাজ করবে এবং ঘটনায় যারা দায়ী তাদের জবাবদিহি দাবি করবে। এই কঠিন সময়ে আমার সমবেদনা এবং প্রার্থনা শর্মিলা দিদি করিনা কাপুর এবং পুরো পরিবারের সঙ্গে রয়েছে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন সইফ আলি খানের উপর হামলার ঘটনা শুনে আমি হতবাক। তাঁর শীঘ্র আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় তার পরিবারকে শক্তি প্রদান করুক ভগবান এই কামনা করছি। তিনি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধ অভিযোগ তুলে বলেন এর আগে সালমান খানের উপর হামলা হয়। বাবা সিদ্দিকির হত্যা হয়। যদি সরকার এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা দিতে না পারে, তাহলে সাধারণ লোকের কি হবে?

মুম্বইকে দুর্বল করার চেষ্টা: প্রিয়াঙ্কা চতুর্বেদী
শিবসেনা ইউবিটি নেতা এবং রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন যে সুপারস্টার সালমান খানের ঘরের বাইরে গুলি চালনা এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যার পরে সাইফ আলf খানের বাড়িতে ঢুকে তার উপর ছুরি নিয়ে হামলা ঘটনা হাই প্রোফাইল হত্যার চেষ্টা ঘটনা, আরও একবার মুম্বই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের উপর প্রশ্ন তুলছে। 

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি নানা পটলের
এছাড়া মহারাষ্ট্র কংগ্রেস নেতা নানা পটলে দাবি করেছেন যে অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় মহারাষ্ট্রে আইন কানুন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তিনি বলেন বিখ্যাত ব্যক্তিরা মুম্বাইতে সুরক্ষিত নন কংগ্রেস নেতা দাবি করেন যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিশ এর উচিত স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া।

মুম্বই একটা মেগাসিটি এবং এর সবচেয়ে সুরক্ষিত, দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশে
তিনি বলেন, যে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর ঘটনার পরও মুম্বইকে অসুরক্ষিত শহর বলা যায় না। সইফ আলি খানের উপর হওয়া হামলার পরে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল বিজেপির উপর দা চাপিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, একটা ঘটনার ভিত্তিতে এটা বলা ঠিক হবে না যে মুম্বই অসুরক্ষিত। মুম্বই একটা মেগাসিটি এবং সবচেয়ে সুরক্ষিত শহর।

 

POST A COMMENT
Advertisement