Meerut aunt nephew case: ভাগ্নেকে আটকে রেখে যৌনতায় মাতে মাসি, পুলিশের দ্বারস্থ নাবালকের পরিবার

উত্তরপ্রদেশের মিরাটে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এক মহিলা নিজের ভাগ্নের সঙ্গে অবৈধ প্রেমে পাগল হয়ে গেছেন। এই মহিলার দাবি, নাবালক ভাগ্নে এখন তাঁর স্বামী। ভাগ্নের মা এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন পুলিশ তদন্তে ব্যস্ত।

Advertisement
ভাগ্নেকে আটকে রেখে যৌনতায় মাতে মাসি, পুলিশের দ্বারস্থ নাবালকের পরিবারমাসির বিরুদ্ধে অভিযোগ। প্রতীকী ছবি
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের মিরাটে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে।
  • এক মহিলা নিজের ভাগ্নের সঙ্গে অবৈধ প্রেমে পাগল হয়ে গেছেন।

উত্তরপ্রদেশের মিরাটে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এক মহিলা নিজের ভাগ্নের সঙ্গে অবৈধ প্রেমে পাগল হয়ে গেছেন। এই মহিলার দাবি, নাবালক ভাগ্নে এখন তাঁর স্বামী। ভাগ্নের মা এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন পুলিশ তদন্তে ব্যস্ত।

ঘটনা মিরাটের দৌরালা থানা এলাকার। ওই বালকের মা থানায় অভিযোগ দায়ের করেছেন যে, তাঁর ছেলের বয়স ১৬ বছর। এবং সে কয়েক বছর ধরে দিল্লিতে তাঁর মামার সঙ্গে থাকছিল। সেখানেই ওই বালকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় অভিযুক্ত মাসি। এখন ওই মাসি বালকটিকে নিজের স্বামী বলে দাবি করছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপর হয়ে বিষয়টির তদন্ত শুরু করেছে। 

অভিযোগে বলা হয়েছে, যৌন নির্যাতনের শিকার নাবালকের বাবা ৩ বছর আগে মারা গেছেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই প্রায় আড়াই বছর আগে, তার মা তাকে রেফ্রিজারেটর এবং এসির কাজ শেখার জন্য দিল্লিতে নিজের ভাইয়ের কাছে পাঠান। কিন্তু সেখানে তার ৩৫ বছর বয়সী মাসি তাকে যৌন নির্যাতন শুরু করেন।

এতে বিরক্ত হয়ে কিশোরটি রবিবার নিজের গ্রামে ফিরে আসে। অভিযুক্ত মাসিও তাকে অনুসরণ করে দিল্লি থেকে দৌরালায় যায়। কিশোরটি জানিয়েছে, যে তাকে দিল্লিতে আটকে রেখে মাসি দিনের পর দিন যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং ক্রমাগত হয়রানি করেছে।

এই বিষয়ে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কিশোরের মা। অভিযুক্ত মহিলার দাবি, এই কিশোর তার ভাগ্নে নয়, বরং তার স্বামীর মতো। সে তাকে নিয়ে সংসার করতে চায়। 

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যা কিছু তথ্য বেরিয়ে আসবে, তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

 

POST A COMMENT
Advertisement