Local Train Fare Reduced: মিলল রেল বোর্ডের অনুমোদন, প্রায় ৩০% কমতে চেলেছে AC লোকালের ভাড়া

প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। দেখা নেই কালবৈশাখীর। প্যাচপ্যাচে গরমে লোকাল ট্রেনে গাদাগাদি করে যাতায়াত করাটা দিন দিন দুর্বিসহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে স্বস্তি মিলল ভারতীয় রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তে।

Advertisement
প্রায় ৩০% কমতে চেলেছে AC লোকাল ট্রেনের ভাড়ামিলল রেল বোর্ডের অনুমোদন, প্রায় ৩০% কমতে চেলেছে AC লোকালের ভাড়া।
হাইলাইটস
  • যাত্রীরা বারবার অভিযোগ করে আসছিলেন, এসি লোকালের ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে।
  • অবশেষে যাত্রীদের দাবি মেনেই এসি লোকালের ভাড়া প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে চলেছে।

প্রতিদিনই বেড়ে চলেছে তাপমাত্রা। দেখা নেই কালবৈশাখীর। প্যাচপ্যাচে গরমে লোকাল ট্রেনে গাদাগাদি করে যাতায়াত করাটা দিন দিন দুর্বিসহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে স্বস্তি মিলল ভারতীয় রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তে।

লোকাল ট্রেনের এসি কোচের ভাড়া কমানোর বহু প্রতীক্ষিত প্রস্তাবে ভারতীয় রেলওয়ে বোর্ডে অনুমোদন মিলেছে। এখন যাত্রীরা একক যাত্রার ক্ষেত্রে লোকাল ট্রেনের এসি কোচে ভ্রমণে অর্ধেক খরচে যাতায়াত করতে পারবেন।

পশ্চিম ও মধ্য রেলে এসি লোকাল ট্রেনের পরিষেবা চালু রয়েছে। মাস খানেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেন্ট্রাল রেলওয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এবং কল্যাণ ও কাসারা রেলওয়ে স্টেশনের মধ্যে আরও বেশ কয়েকটি এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন। ফেব্রুয়ারি থেকেই এই রুটে আরও ৩৪টি এসি লোকাল ট্রেন যুক্ত হয়েছে।

তবে এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের ভাড়ার তুলনায় অনেকটাই বেশি। এই গরমে একটু স্বস্তিতে এসি লোকাল ট্রেনে যাতায়াত করতে বেশ কিছুটা বাড়তি টাকা খরচ করতে অনেকেই দ্বিধা বোধ করেন। যাত্রীরা বারবার অভিযোগ করে আসছিলেন, এসি লোকালের ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে।

এসি লোকাল সার্ভিস যাত্রীদের জন্য উপযোগী হলেও টিকিটের দাম বেশি থাকায় এই লোকাল তেমন সাড়া পাচ্ছিল না। টিকিটের দাম কমানোর দাবি ছিল ভ্রমণ সংস্থাগুলোর পক্ষ থেকেও। অবশেষে যাত্রীদের দাবি মেনেই এসি লোকালের ভাড়া প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে চলেছে। রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে আজ মুম্বাইয়ের বাইকুল্লা রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন। একই অনুষ্ঠানে এসি লোকালের টিকিটের দাম কমানোর ঘোষণা হতে পারে।

POST A COMMENT
Advertisement