Balasore college student: বালাসোরে ছাত্রীর আত্মহত্যায় চেষ্টায়.রাজনৈতিক ঝড়, BJP-র বিরুদ্ধে তোপ তৃণমূলের

ওড়িশার বালাসোরে এক কলেজ ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ, ফকির মোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার বিভাগীয় প্রধান সামিরা কুমার সাহুর বিরুদ্ধে যৌন সুবিধার চাপ ও হুমকির অভিযোগ জানানোর পর কোনও কার্যকর পদক্ষেপ না পেয়ে ক্যাম্পাসেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।

Advertisement
বালাসোরে ছাত্রীর আত্মহত্যায় চেষ্টায়.রাজনৈতিক ঝড়, BJP-র  বিরুদ্ধে তোপ তৃণমূলের
হাইলাইটস
  • ওড়িশার বালাসোরে এক কলেজ ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
  • অভিযোগ, ফকির মোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার বিভাগীয় প্রধান সামিরা কুমার সাহুর বিরুদ্ধে যৌন সুবিধার চাপ ও হুমকির অভিযোগ জানানোর পর কোনও কার্যকর পদক্ষেপ না পেয়ে ক্যাম্পাসেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।

ওড়িশার বালাসোরে এক কলেজ ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ, ফকির মোহন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার বিভাগীয় প্রধান সামিরা কুমার সাহুর বিরুদ্ধে যৌন সুবিধার চাপ ও হুমকির অভিযোগ জানানোর পর কোনও কার্যকর পদক্ষেপ না পেয়ে ক্যাম্পাসেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। বর্তমানে ওই ছাত্রী ৯৫% দগ্ধ অবস্থায় ভুবনেশ্বরের এইমসে চিকিৎসাধীন, অবস্থা সংকটজনক। তাকে বাঁচাতে গিয়ে আরেক ছাত্রের শরীরের ৭০% পুড়ে গেছে।

এই ঘটনার পর বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। পোস্ট করে বলা হয়েছে, 'বিভিন্ন দিন, বিভিন্ন শিকার, কিন্তু বিজেপির তত্ত্বাবধানে একই পচন। বেটি বাঁচাও স্লোগান এখন সম্পূর্ণ প্রতারক।' তারা প্রধানমন্ত্রীর নীরবতা এবং ওড়িশার বিজেপি নেতাদের নিষ্ক্রিয়তাকে লজ্জাজনক বলেও আখ্যা দিয়েছে।

ওড়িশার উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে স্বীকার করে জানান, অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার ও অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। তদন্তের জন্য ভুবনেশ্বর থেকে উচ্চ-স্তরের কমিটি পাঠানো হয়েছে এবং চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।

ঘটনা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ও বিজেডি-ও। কংগ্রেসের দাবি, সরকারের ব্যর্থতার জন্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত। বিজেডি মুখপাত্র বলেন, 'এটা সেই ওড়িশা নয় যাকে আমরা চিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তাই এর জন্য দায়ী।'
 

 

POST A COMMENT
Advertisement