কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা', ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একজন পাকিস্তানি জেনারেলকে একটি বই উপহার দিয়েছিলেন। যার প্রচ্ছদে ছাপা ম্যাপে অসম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন ইউনুস।

Advertisement
কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা', ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীরকংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা', ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাইলাইটস
  • অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন
  • 'গ্রেটার বাংলাদেশ' এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে বিজেপি

অসমের করিমগঞ্জ জেলায় কংগ্রেস সেবাদলের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা" গাওয়া নিয়ে একটি বড় বিতর্কের সূত্রপাত হয়েছে। শ্রীভূমি শহরে আয়োজিত সভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে জাতীয়তাবিরোধী মানসিকতা এবং 'গ্রেটার বাংলাদেশ' এজেন্ডা প্রচারের অভিযোগ এনেছে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন,'দু'দিন আগে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছে। এটি ভারতের জনগণের প্রতি একটি স্পষ্ট অপমান। এটি কিছু বাংলাদেশি নাগরিকের নতুন দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে উত্তর-পূর্ব ভারত ভবিষ্যতে বাংলাদেশের অংশ হয়ে উঠবে। আমি অসম পুলিশকে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির বিরুদ্ধে মামলা দায়ের এবং আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।'

রাজ্যের মন্ত্রী অশোক সিংহল টুইটারে ভিডিওটি শেয়ার করে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, 'এটা এখন স্পষ্ট যে কংগ্রেস কেন কয়েক দশক ধরে অসমে অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করেছে। রাজ্যের জনসংখ্যার পরিবর্তন এবং ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্য। এটি তাদের 'গ্রেটার বাংলাদেশ' এজেন্ডা।'

বিজেপির অসম ইউনিট পোস্টে লিখেছে, 'মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ সমগ্র উত্তর-পূর্বকে নিজের বলে দাবি করে একটি মানচিত্র প্রকাশ করেছে এবং এখন কংগ্রেস সেই দেশের জাতীয় সঙ্গীত গাইছে। যদি কেউ এখনও এই এজেন্ডা দেখতে না পান, তাহলে তাঁরা হয় অন্ধ অথবা সহযোগী।'

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একজন পাকিস্তানি জেনারেলকে একটি বই উপহার দিয়েছিলেন। যার প্রচ্ছদে ছাপা ম্যাপে অসম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন ইউনুস। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্বের সাত রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ও‌঩ড়িশা নিয়ে ‘গ্রেটার বাংলাদেশ’-এর মানচিত্র প্রকাশ করা হয়েছিল। এদিকে, কংগ্রেস বিতর্কের পাল্টা জবাব দিয়েছে। তারা বলেছে যে বিজেপি বাংলা ভাষা ও সংস্কৃতির অবমাননা করে চলেছে। দলের নেতা গৌরব গগৈ বলেন, 'বিজেপির আইটি সেল বারবার বাঙালি সংস্কৃতিকে উপহাস করেছে এবং এখন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার বুঝতে ব্যর্থ হয়েছে। বাংলাভাষী মানুষ এখন জানে যে বিজেপি কেবল ভোটের জন্য তাদের ব্যবহার করে।'

Advertisement

POST A COMMENT
Advertisement