খলিলুির রহমান, অজিত ডোভাল দিল্লিতে বুধবার সন্ধ্যায় অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কাল থেকে দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’। তার আগেই এই বৈঠক সেরে ফেললেন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।
এই বৈঠক নিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তথ্য দেয়। তাদের তরফে জানানো হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভাল ও তাঁর টিমের সঙ্গে বৈঠকে বসে। সেখানে সিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের প্রতিবেশী দেশের তরফে এও জানানো হয়েছে, অজিত ডোভালকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। যদিও মুজিবুর কন্যা গত বছরের অগাস্ট থেকে রয়েছেন ভারতে। ফাঁসির সাজার পর বিবৃতিও দিয়েছেন তিনি। দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে মহম্মদ ইউনূসের সরকার। তাঁর আইনজীবীকেও আদালতে মামলা লড়তে দেওয়া হয়নি। সেই কারণে তিনি এই নির্দেশকে মান্যতা দেন না। তাঁর দল আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা রায়ের বিরোধিতাও করেছেন। ঠিক সেই আবহে দুই দেশের জাতীয় নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবারই হাসিনার সাজা ঘোষণার পর তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। যদিও ভারত জানিয়েছে, এই নিয়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের নাগরিকদের যাতে ভালো হবে সেটাই দেখবে ভারত। সোমবারই দুই দেশের মধ্যে এই কথা হয়। তবে আজকের বৈঠকে হাসিনাকে নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সেই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি দুই দেশের তরফেই।