আনারসের বদলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৫০ কেজি ইলিশ 'রিটার্ন গিফট' বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।বৃহস্পতিবার শুভেচ্ছা উপহার হিসেবে মানিক সাহাকে ৫০ কেজি ইলিশ, ৫০ কেজি রসগোল্লা এবং ৪০০ কেজি আম পাঠান হাসিনা। কারণ, গত ২৩ জুন হাসিনাকে ৫০০ কেজি আনারস উপহার দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সে কারণেই ইলিশ উপহার পাঠান হাসিনাও।
আগরতলার আখৌড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মানিক সাহার কাছে হস্তান্তর করবেন। মহম্মদ রেজাউল হক চৌধুরী, ফার্স্ট সেক্রেটারি এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের চ্যান্সারি প্রধান বলেছেন, এই উপহার বিনিময়ের উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, ইলিশ মাছ এবং রসগোল্লা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরার জনগণকে পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। সেই ১৯৭১ থেকে। আমরা ত্রিপুরার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি এবং ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগামী দিনে ত্রিপুরার সঙ্গে এই সম্পর্ককে আরও উন্নত ও শক্তিশালী করব।"
২৩ জুন মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আম পাঠান
ত্রিপুরার মুখ্যমন্ত্রী আগরতলা-আখৌড়া আইসিপির মাধ্যমে ২৩ জুন ৫০০ কেজি আনারস পাঠিয়েছিলেন বাংলাদেশে। খুব উন্নত জাতের আনারস বলে সূত্রের খবর।
প্রকৃতপক্ষে, রাজ্যের চারপাশে ছড়িয়ে থাকা ৮,৮০০ হেক্টর পাহাড়ি বাগানে, ত্রিপুরা বার্ষিক দুটি প্রাথমিক জাতের, ১.২৮ লক্ষ টন কেভ এবং কুইন আনারস উত্পাদন করে। বছরের পর বছর ধরে, রাজ্যের অনেক দেশ এবং ভারতের লেবু এবং আনারস রপ্তানি করাহয় বাংলাদেশে।