Bangladeshi Couple: স্বামী-স্ত্রীর সে কী ঝগড়া, পুলিশ যেতেই পর্দাফাঁস, ধরা পড়ল বাংলাদেশি দম্পতি

এ যেন কেঁচো খুড়তে কেউটে! স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া চলছিল। বিরক্ত হয়ে শেষে নিজেই পুলিশ ডাকেন স্বামী। তারপর পুলিশ আসতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। জানা গেল, ওই দম্পতি বাংলাদেশি। এমন কাণ্ডই ঘটেছে মহারাষ্ট্রে।

Advertisement
স্বামী-স্ত্রীর সে কী ঝগড়া, পুলিশ যেতেই পর্দাফাঁস, ধরা পড়ল বাংলাদেশি দম্পতিআটক দম্পতি।
হাইলাইটস
  • এ যেন কেঁচো খুড়তে কেউটে!
  • স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া চলছিল।
  • জানা গেল, ওই দম্পতি বাংলাদেশি।

এ যেন কেঁচো খুড়তে কেউটে! স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া চলছিল। বিরক্ত হয়ে শেষে নিজেই পুলিশ ডাকেন স্বামী। তারপর পুলিশ আসতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। জানা গেল, ওই দম্পতি বাংলাদেশি। এমন কাণ্ডই ঘটেছে মহারাষ্ট্রে।

বেআইনি ভাবে ভারতে বসবাস করার অভিযোগে মহারাষ্ট্রের জালনা থেকে এক বাংলাদেশি দম্পতিকে আটক করল পুলিশ।আটক দম্পতির নাম বুলবুলি মোস্তাফাজুর রহমান ও আসলামমানী কাজী।

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে এসেমুম্বাইয়ের সানপাদা এলাকায় বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। স্ত্রীর সঙ্গে নিত্য ঝামেলার পর  জালনায় যান বুলবুলি। স্বামী বিষয়টি জানতে পেরে স্ত্রীর খোঁজে জালনায় যান। জালনা-ছত্রপতি সম্ভাজিনগর রাস্তার কাছে অবস্থিত একটি হাসপাতালের কাছে তাঁদের দু'জনের দেখা হয়। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁদের মধ্যে। বিরক্ত হয়ে মহিলার নিজেই ১১২ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বদনাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তাঁরা দু'জনই বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। তারপরেই তাঁদেরকে হেফাজতে নেয় পুলিশ।

ওই দম্পতি কখন এবং কীভাবে ভারতে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। 
 

POST A COMMENT
Advertisement