Bangladesh: ভারতে জঙ্গি কার্যকলাপের অভিযোগ, বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ NIA আদালতের

ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে এক বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত। সোমবার বেঙ্গালুরুতে বিশেষ আদালত এই সাজা শুনিয়েছে। বাংলাদেশের ওই নাগরিকের নাম জাহিদুল ইসলাম। জানা গিয়েছে, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ইন্ডিয়ার হয়ে ভারতে জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল সে। 

Advertisement
ভারতে জঙ্গি কার্যকলাপের অভিযোগ, বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ NIA আদালতেরপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • এক বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত।
  • ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ।
  • জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ইন্ডিয়ার হয়ে ভারতে জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল সে। 

ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে এক বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত। সোমবার বেঙ্গালুরুতে বিশেষ আদালত এই সাজা শুনিয়েছে। বাংলাদেশের ওই নাগরিকের নাম জাহিদুল ইসলাম। জানা গিয়েছে, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ ইন্ডিয়ার হয়ে ভারতে জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল সে। 

৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৭ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। ডাকাতি, ষড়যন্ত্র, জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের অপরাধ রয়েছে তার নামে। এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে  সাজা ঘোষণা করা হল। 

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের নিরিখে ২০১৯ সালে মামলা রুজু করেছিল বেঙ্গালুরু পুলিশ। এনআইএ সূত্রে খবর,  জেএমবি-র মাথা সালাউদ্দিন সালেহিনের সঙ্গে ২০১৪ সালে বেআইনি ভাবে ভারতে ঢোকে জাহিদুল। ২০০৫ সালে বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সে দেশের পুলিশের হেফাজত থেকে পলিয়ে ভারতে ঢোকে জাহিদুল। ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানে বিস্ফোরণে যুক্ত ছিল সে। ওই বিস্ফোরণের ঘটনার পর বেঙ্গালুরুতে পালিয়ে যায় জাহিদুল। ২০১৮ সালে বোধগয়ায় বিস্ফোরণে জাহিদুল জড়িত ছিল বলে দাবি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ৪টি ডাকাতির ঘটনাতেও নাম জড়ায় তার। 

অন্য দিকে, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সম্প্রতি বাংলায় বেশ কয়েক জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে। কিছু দিন আগে ক্যানিং থেকে এক জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। মুর্শিদাবাদ থেকেও জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। 


 

POST A COMMENT
Advertisement