Bangladeshi Girls Arrested: দেড় লাখ টাকা দিয়ে ভারতে ঢুকেছিল, জেরায় স্বীকার করল ৪ বাংলাদেশি

বাংলায় শুরু হয়েছে SIR, আর এই আবহেই দেশে ফেরার হিড়িক দেখা গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে। গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে ওপার বাংলায় পালাতে গিয়ে বিএসএফ-এর জালে ধরা পড়েছেন অনেকেই ৷ সেই কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপরতা আরও বেড়েছে সীমান্ত রক্ষী বাহিনীর। আর এই আবহেই অসমে গ্রেফতার করা হল ৪ বাংলাদেশি তরুণীকে।

Advertisement
দেড় লাখ টাকা দিয়ে ভারতে ঢুকেছিল, জেরায় স্বীকার করল ৪ বাংলাদেশিপ্রতীকি ছবি

বাংলায় শুরু হয়েছে SIR, আর এই আবহেই  দেশে ফেরার হিড়িক দেখা গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে। গত কয়েকদিন  ধরে সীমান্ত দিয়ে ওপার বাংলায় পালাতে গিয়ে বিএসএফ-এর জালে ধরা পড়েছেন অনেকেই ৷ সেই কারণে ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপরতা আরও বেড়েছে সীমান্ত রক্ষী বাহিনীর। আর এই আবহেই অসমে গ্রেফতার করা হল ৪ বাংলাদেশি তরুণীকে।

আসামের ধুবড়ি থেকে চার বাংলাদেশি তরুণীকে গ্রেফতার করা হয়েছে। এই চার মহিলাকে গোলাগঞ্জ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এক দালালের সাহায্যে দেড় লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে আনা হয়েছিল। জিআরপি রাঙ্গিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে এই চার বাংলাদেশি কন্যাকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুসারে, চার তরুণীই বর্তমানে গোলাগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে। 

তদন্তে ওই বাংলাদেশি তরুণীরা  স্বীকার করেছে ,  চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক দালালের সহায়তায় তাদের সীমান্ত পেরিয়ে ভারতে আনা হয়েছিল। ধৃতরা বাংলাদেশের মাদারীপুর, পাবনা, গাজীপুর এবং নেত্রকন্যা জেলার বাসিন্দা। এই বাংলাদেশি কন্যাদের নাম সুমাইয়া একতারা, সুহানা খাতুন, মিষ্টি অঙ্কাত্রা এবং আবিদা চৌধুরী। ধৃত চার কন্যাকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা আসলেই প্রতারণার শিকার, নাকি ভারতে প্রবেশের পিছনে তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।
 

POST A COMMENT
Advertisement