Bank Strike: আজ ব্যাঙ্ক ধর্মঘট, ATM-UPI তেও পড়বে প্রভাব? যা জানা জরুরি...

আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আজ ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘটটির ঘোষণা করেছে দ্য ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। সারা দেশেই আজ ধর্মঘট ডাকা হয়েছে। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement
আজ ব্যাঙ্ক ধর্মঘট, ATM-UPI তেও পড়বে প্রভাব? যা জানা জরুরি...ব্যাঙ্ক ধর্মঘট
হাইলাইটস
  • আজ ব্যাঙ্ক ধর্মঘট
  • এই ধর্মঘটটির ঘোষণা করেছে দ্য ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস
  • সারা দেশেই আজ ধর্মঘট ডাকা হয়েছে

আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আজ ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘটটির ঘোষণা করেছে দ্য ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। সারা দেশেই আজ ধর্মঘট ডাকা হয়েছে। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এই সেক্টরের সিনিয়র আধিকারিকদের মতে, অধিকাংশ ব্যাঙ্কের ব্রাঞ্চেই এই ধর্মঘটের প্রভাব পড়বে। বিশেষত, পাবলিক সেক্টর ব্য়াঙ্কে হবে সমস্যা। যার ফলে সাধারণ মানুষের হয়রানি হতে পারে।

কেন ধর্মঘট? 
আসলে অন্যান্য অফিসের মতোই ব্যাঙ্কেও ৫ দিনের কর্মদিবস চাইছে বহু সংগঠন। সেই মতো দাবিও উঠেছে একাধিকবার। এমনকী মিলেছে আশ্বাসও। যদিও খাতায় কলমে সেই আশ্বাস বাস্তবে রুপান্তরিত হয়নি। যার ফলে ব্যাঙ্ককর্মীরা আবার নতুন করে ধর্মঘটে গেল বলে জানান হয়েছে।

কোন কোন ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা? 
সাধারণত সরকারি ব্যাঙ্কগুলিতেই আজ সমস্যা হতে পারে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। 

কোন কোন পরিষেবা ব্যাহত হতে পারে?
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এবং তোলার কাজ বন্ধ থাকবে। পাশাপাশি চেক ক্লিয়ারেন্স বা ডিমান্ড ড্রাফ্টের পরিষেবা মিলবে না। এছাড়া এই সব ব্যাঙ্কের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও আজ বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে এটিএম-এ সমস্যা হতে পারে। যদিও ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই ঠিক ঠাক চলবে বলেই মনে করা হচ্ছে।

প্রাইভেট ব্যাঙ্কেও পড়বে প্রভাব? 
সরকারের অধীনস্ত ব্যাঙ্কগুলিতেই মূলত পড়বে প্রভাব। বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন না বলেই খবর। তাই এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কে এই ধর্মঘটের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কম। 

এসবিআই কী জানিয়েছে?
আজ যে পরিষেবা ব্যাহত হতে পারে, সেটা আগেভাগেই জানিয়ে দিয়েছে এসবিআই। তারা স্টক এক্সচেঞ্জকে বলে রেখেছে যে তারা ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করবে। কিন্তু ধর্মঘটের জন্য আদতে প্রভাব পড়তে পারে।

Advertisement

কী চাইছে সংগঠন? 
ব্যাঙ্কের কর্মচারীরা চাইছেন যে মাসের সব শনিবারই ছুটি দেওয়া হোক। সেই মতো ২৪ মার্চ ২০২৪ আইবিএ-এর সঙ্গে একটি এগ্রিমেন্টও হয়ে যায়। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কিছুই ঘোষণা করা হয়নি। তাই আজও সব শনিবার ছুটি মেলে না। যার ফলে ব্যাঙ্কের সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে ধর্মঘট।

 

POST A COMMENT
Advertisement