US India Trade Deal: 'চাল-গম-ডেয়ারি নিয়ে সমঝোতা নয়,' বাণিজ্য চুক্তির পূর্বে আমেরিকাকে জানাল ভারত

চাল-গম-ডেয়ারি প্রোডাক্ট নিয়ে কোনও সমঝোতা হবে না বলে আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে ভারত। সূত্র মারফত জানা গিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের দেশের সঙ্গে ইতিমধ্যেই সমস্ত আলোচনা সম্পন্ন হয়েছে। আর কোনও আলোচনা বাকি নেই। সম্ভবত ৯ জুলাইয়ের আগেই এই বাণিজ্য চুক্তি ঘোষণা হবে।

Advertisement
'চাল-গম-ডেয়ারি নিয়ে সমঝোতা নয়,' বাণিজ্য চুক্তির পূর্বে আমেরিকাকে জানাল ভারত
হাইলাইটস
  • ৯ জুলাইয়ের আগেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করতে পারে আমেরিকা
  • তবে চাল-গম-ডেয়ারি প্রোডাক্ট নিয়ে সমঝোতা নয়
  • আমেরিকাকে সাফ জানিয়েছে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯ জুলাইয়ের ট্যারিফি ডেডলাইনের পূর্বে ভারতের পক্ষ থেকে বাণিজ্যিক চুক্তি নিয়ে রেডলাইন টানা হল। ভারতের আধিকারিকরা জানাচ্ছেন, স্বল্প সময়ের কিংবা অন্তর্বর্তী বাণিজ্যিক চুক্তি নিয়ে সিদ্ধান্ত এবার আমেরিকার উপরই নির্ভর করছে। ভারত সরকার এ-ও জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে মনোভাব ইতিবাচকই রয়েছে। সর্বস্তরেই আলোচনা সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মোদী সরকার।

সূত্রের খবর, দেশের জনহিতের কথা মাথায় রেখেই আমেরিকাকে একটি যথাযথ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে চাল, গম, ডেয়ারি এবং অন্যান্য জেনেটিকালি মডিফায়েড বস্তুগুলি নিয়ে কোনও রকম সমঝোতা করা হবে না বলে সাফ জানানো হয়েছে। অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় স্টিল, অটো, অ্যালুমিনিয়ামে যুক্তিসঙ্গত ট্যারিফের সম্ভাবনা রয়েছে।

৯ জুলাইয়ের আগেই ঘোষণা

পিটিআই সূত্রে খবর, সমস্ত কিছু ঠিক থাকলে ৯ জুলাইয়ের আগেই আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা হয়ে যাবে। গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যেখানে এবছর সেপ্টেম্বর-অক্টোবরের আগেই প্রথম ধাপের সমঝোতা সম্পন্ন করার কথা বলা হয়েছিল।

২৬% পারস্পরিক কর

আমেরিকা গত ২ এপ্রিল ভারতের উৎপাদিত একাধিক বস্তুর উপর পারস্পরিক চুক্তি লাগু করেছিল। যা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য স্থগিত করে দেন। এর পরবর্তী ডেডলাইন ৯ জুলাই। এখনও কার্যকর আমেরিকার ১০ শতাংশ বেসলাইন ট্যারিফ। ভারত চাইছে আমেরিকা ২৬ শতাংশ পারস্পরিক কর সম্পূর্ণরূপে তুলে নিক। সেক্ষেত্রে যদি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি বিফল হয় তবে ফের এই ২৬ শতাংশের খাঁড়া নেমে আসতে পারে।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, বাণিজ্য চুক্তি তখনই কার্যকর হবে, যখন তা দুই দেশের জনগণ লাভবান হবেন। গত ৪ জুলাই তিনি বলেন, 'জনগণের উপর কী প্রভাব পড়ছে সেই ভাবনাই আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখে যদি কোনও চুক্তি হয় তবে ভারত সর্বদাই প্রস্তুত।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement