Bihar Election 2025: বেগুসরাইতে কংগ্রেস প্রার্থীকে বড় ব্য়বধানে হারিয়ে জয়ী বিজেপির কুন্দন কুমার

Bihar Election 2025: ২০২৫ সালের নির্বাচনে বেগুসরাই কেন্দ্র দেখল বিজেপির শক্তির আরও উত্থান। একইসঙ্গে কংগ্রেস ও বাম নেতৃত্বের প্রভাব কমছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অমিতা ভূষণের হয়ে নিজে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধী, তবুও পর্যাপ্ত ভোট টানতে পারেননি কংগ্রেস প্রার্থী।

Advertisement
বেগুসরাইতে কংগ্রেস প্রার্থীকে বড় ব্য়বধানে হারিয়ে জয়ী বিজেপির কুন্দন কুমার

Bihar Election 2025: বেগুসরাই বিধানসভা আসনে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী কুন্দন কুমার। মোট ১,১৯,৫০৬ ভোট পেয়ে তিনি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অমিতা ভূষণ পেয়েছেন ৮৮,৮৭৪ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৩০,৬৩২ ভোটে।

বিহারের গুরুত্বপূর্ণ শিল্প ও আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগুসরাই। এখানেই রয়েছে বড়াউনি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হিন্দুস্তান ফার্টিলাইজার্স-সহ একাধিক শিল্প ইউনিট। দীর্ঘদিন ধরে এলাকা রাজনৈতিকভাবে গুরুত্ববহ। সত্তর ও আশির দশকে এই আসন ছিল সিপিআই-র শক্ত ঘাঁটি। পরে ভোটের অঙ্ক বদলাতে থাকে, দলবদলের হাওয়া লাগতে থাকে রাজনীতিতে।

২০২৫ সালের নির্বাচনে বেগুসরাই কেন্দ্র দেখল বিজেপির শক্তির আরও উত্থান। একইসঙ্গে কংগ্রেস ও বাম নেতৃত্বের প্রভাব কমছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অমিতা ভূষণের হয়ে নিজে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধী, তবুও পর্যাপ্ত ভোট টানতে পারেননি কংগ্রেস প্রার্থী।

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয় দুই দফায়—প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা ও ফল ঘোষণা করা হয় ১৪ নভেম্বর ২০২৫।

POST A COMMENT
Advertisement