scorecardresearch
 

Mamata Banerjee at Odisha: আজ ওড়িশা সফরে মুখ্যমন্ত্রী, নবীনের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুজো দেবেন পুরীতে

দু'দিনের সফরে আজ বিকেলে ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ওড়িশা সফরে মমতার ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি ২২ মার্চ জগন্নাথ মন্দিরে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ নবীন-মমতা সাক্ষাতের কথা রয়েছে।

Advertisement
আজ ওড়িশা সফর মুখ্যমন্ত্রী আজ ওড়িশা সফর মুখ্যমন্ত্রী

দু'দিনের সফরে আজ বিকেলে ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ওড়িশা সফরে মমতার ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি ২২ মার্চ জগন্নাথ মন্দিরে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ নবীন-মমতা সাক্ষাতের কথা রয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতায় এসে তৃণমূলনেত্রীর  সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতায় এসে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথা বলেন অখিলেশ যাদব। তিনি বলেন, "বাংলায় আমরা মমতা দিদির সঙ্গেই আছি। আমাদের প্রধান লক্ষ্য বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখা। বিজেপি ভ্যাকসিন যারা পেয়েছেন, তাদের পিছনে ইডি-সিবিআই নেই।" রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে জোট গঠনের প্রাথমিক ধাপ হিসেবেই এবার ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে। ২৩ মার্চ বিজেডি প্রধানের সঙ্গে বৈঠকের পর ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা পৌঁছনোর র কথা। প্রতিবেশী রাজ্যে মুখ্যমন্ত্রীর কয়েকটি কর্মসূচি রয়েছে। বুধবার জগন্নাথ মন্দিরে তাঁর পুজো দিতে যাওয়ার কথা।  মমতার এই ওড়িশা সফরে কোন সন্দেহ নেই ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বিরোধী জোটের পালে হাওয়া দিতে চাইছে তৃণমূল। 

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবীন পট্টনায়কের মধ্যে ওয়ান-টু-ওয়ান বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসকে ময়দানে না রেখেই আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নজরে এসেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের । সেই লক্ষ্যেই তৃণমূল সুপ্রিমো নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন বলে শোনা যাচ্ছে বিভিন্ন মহলে ৷ 

Advertisement

Advertisement